কথাটা শুনলেই মনে খটকা লাগতে পারে।
কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও কথাটা সত্য। কারণ, ট্রিনিটি কলেজের মনোবিদ্যার প্রফেসরের দাবী এটি!!
প্রফেসর মিখাইল ফিটৎজেরাল্ড বলেন, আইনস্টাইন নিউটন সহ বহু বিজ্ঞানী মনীষীর মাঝে 'এসপার্জার' নামক প্রতিবন্ধীতার লক্ষণ দেখা যায়।
এই 'এসপার্জার' হল এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা, যা প্রকাশ পায় সামাজিকতায় অনগ্রসরতা, বিশেষ বিষয়ে অতিরিক্ত আগ্রহ ইত্যাদির মাধ্যমে।
এজন্য দেখা যায় আইনস্টাইনকে প্যটেন্ট অফিসে কাজ করতে। কারণ বিশ্ববিদ্যালয়ে কাজ করার যোগ্যতা তার মাঝে ছিলনা।
কিন্তু তাদের এই সমস্যাই কিন্তু তাদের এনে দিয়েছিল প্রচুর গবেষনা করার সুযোগ, যার জন্য তারা অবস্থান করে নিয়েছেন বিজ্ঞানের ইতিহাসের পাতায়।
তাই ফিটৎজেরাল্ড বলেন, " মানসিক প্রতিবন্ধকতার অনেক পজিটিভ দিকও আছে।"
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:২২