সারা রাত না ঘুমাইয়াও ভদ্র পোলার মত সকালে ভার্সিটি গেলাম। গিয়া দেখি স্যার আছে রুম নাই যাউকগা ব্যাপার না ক্যান্টিন এ সাঙ্গ পাঙ্গ নিয়া ঢুইকা ২টা ভাইরে কোপাইয়া ২ কাপ চা খাইয়া রোদে আইসা দারাইলাম মাগার আপচুস সুখ দুখের ২টা কথা কওনের আগেই ২ আপু ২পাতার ৮০+ প্রশ্নের এক সিট ধরায় দিয়া কইলো "পুরণ করো", যাইকগা ব্যাপক ধরা। এই ধরা মনে ক্লাসে যাইআই দেখি স্যার কয় "আমি যে ফাইলটা নিয়া আসি সেটার রং কি ? ইসতিয়াক বলো", খাইলাম ধরা কইলাম নীল, স্যার কয় তোমার মাথা কইলাম তাইলে ছাই কালার কয় যাও রুম থাইকা নিয়া আসো। আইনা দেখি কালচে মিষ্টি কালার। স্যার কয় এইটা কি কালার মুখ ফইসকা কইছি ময়লা মিষ্টি কালার খাইলাম আরেকটা বাঁশ। লাইফ ইন বাশের বাগান ম্যান। বাকি দিন টাও চড়ায় উতরাই পার কইরা রাতে ব্যাপক আড্ডা দিয়া বাড়ি ফিরা ডিনার কইরাই টিভি দেখতে বসলাম মেলা শখ কইরা ভাবলাম একটু নিউজ দেখি দিলাম "একাত্তুর টিভি" হায় হায় দেখি জলিল পরিবার। যাই হোক সাহস কইরা দেখতে বইলাম ৫মিনিট দেখতে না দেখতেই দেখি জলিল ভাই কয়, "ফিল্ম ইজ আটলানন্টিক সাগর"। শুইনাই মনে মনে কইলাম ওহে তুই সাঁতার জানিস না সো ভাগ। টিভি বন্ধ কইরা নিজেই নিজেরে কইলাম তামাশা বাদ দাও তোমার সাটিফিকেট জন্মদিনটা আজ গেলোগা বাট কেউ উইস করলোনা যাও একটু অন্ততো শোকাহত হও তাই এক হাতে চায়ের কাপ আর ভাঙ্গা গলায় গান গাইতে গাইতে ভাগলাম, ওরে সবাই আমায় পাগল বলে, ভালো আবার কোন জনা ? বিচার করলে সবাই পাগল আমি পাগল একা না
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন