যেখানে মানুষের স্খান মেঘের উপরে
মেঘ গ্রাস করছে পাহাড়ি জনপদকে। এই ছবিটা তোলার কিছুক্ষন পর আমাদেরকেও গ্রাস করছিল
চিরচেনা বগারলেকের বৃষ্টিভেজা এক সকাল
পাহাড়ী ঝিরি সারা বছর যা থাকে পানি শূণ্য এখন তাই ভয়ঙ্কর
বীর বাঙ্গালি লাঠি ধরো পাহাড় জয় করতে চলো (আমগো ভয়ঙ্কর গ্রুপ)
র্স্বগিয় ঝরনা পানি নাকি দুধ বোঝাই দায়
যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর
যেখানে বাইচা থাকনের চাইতে মরন সহজ
মরলে মরুম মাগার ছবি তোলন লাগবো নাইলে আপনাগো দেখামু কি
চিংড়ি ঝিরির এখানে হরকাবানে পরা এক পোলারে বাচাইতে যাইয়া নিজেই মরতে ধরছিলাম আমি আর পোলাটা বা্ইচা গেলেও আমার ক্যামেরাটারে বাচাইতে পাইনাই
ঘরে ফেরা
ঘরের ছেলেরা ঘরের পথে
বিদায় রুমাবাজার
আমার কাঁচা হাতে তোলা আরো অনেক ছবি দেখতে ঘুরে আসতে পারেন
http://www.facebook.com/is2photography
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩২