আজিব দুনিয়া, আজিব আমাদের দেশ আমাদের জাতীয় ফল কাঁঠাল হলেও কাঁঠাল যে গাছে সে গাছ টি আমাদের জাতীয় গাছ নয়। ব্যাপার গুলো যতই আজব হোক না কেন বুদ্ধি হাটুতে থাকা রাজনীতিবিদ ছাড়া আমাদের মত সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। যাই হোক আমরা নতুন একটি জাতীয় জিনিষ পেলাম আর তা হলো জাতীয় গাছ
এই নতুন গাছ যুক্ত হবার মধ্যে দিয়ে দেশে নতুন দাবি উঠেছে যে, এই বার দেশের জাতীয় নাস্তা র্নিবাচন করা হোক।
ফেসবুকের বরাত দিয়ে দেশ বরেন্য বিস্কুট-পাগলা দাবি করেছেন যে অবিলম্বে বিস্কুট কে বাংলাদেশের জাতীয় নাস্তা হিসেবে ঘোষনা করা হোক। এর স্বপক্ষে তিনি যে সকল যুক্তি দেখিয়েছেন তা হলো-
১. বাংলাদেশের সকল অঞ্চলে এই নাস্তাটি পাওয়া যায়।
২. রেডিমেট নাস্তা হিসেবে সবার প্রথমে এটি আছে।
৩. টোষ্ট, মিষ্টি, সলটেস, নোনতা নানান স্বাদে এটি পাওয়া যায়।
৪. অন্য জিনিষ ( চা, কফি, দুধ, পানি) এর সাথে যেমন এটি খাওয়া যায় তেমনি খালি শুধু বিস্কুট খাওয়া যায়।
৫. রেডিমেট নাস্তার মধ্যে এটি সব থেকে কম দামি (১টাকা হলেও পাওয়া যায আর ২ টাকার প্যাকেট তো অধিকাংশ কোম্পানির আছে)
৬. এটি অন্য রেডিমেট নাস্তার তুলনায় স্বাস্থ্যের জন্য ভাল।
৭. এটি সব থেকে সহজ প্রাপ্য নাস্তা
৮. এটি অনেকদিন সংরক্ষন করা যায়।
৯. বছরে ১২ মাস ৩৫৬ দিনই খাওয়া যায়।
১০. এটি স্থানীয় ভাবে তৈরী করা যায়।
১১. দেশের প্রতিটি মানুষ জীবনে একবার হলেও এই নাস্তাটি খায়।
১২. এটি বড়লোক গরীব সকল শ্রেণীর মানুষ এর নাস্তা।
১৩. বিস্কুট রপ্তানী করে বৈদেশী মুদ্রা অর্জন করা যায়।
১৪. বিস্কুট একটা ইন্টারন্যাশনাল মানের খাবার।
১৫. সরকারী এবং বিরোধী প্রায় সকল দলের এবং মতের মিটিং এ এই খাবারটি ব্যবহার করা হয়।
১৬. দেশ এর সকল ধর্মের সকল পেশা সকল দলের মানুষ এই নাস্তাটি খায়।
...............................................
...............................................
উপরোক্ত কারণ ছাড়া আরো কারণ রয়েছে বিস্কুটকে জাতীয় খাবার করার স্বপক্ষে আর তাই সবকার এর উচিত অনতি বিলম্বে বিস্কুটকে জাতীয় নাস্তার মর্যাদা দেয়া।
বিস্কুট-পাগলা বলেছেন-
বেশি বেশি বিস্কুট খান,
ভাতের উপর চাপ কমান।
-
বিস্কুট-পাগলা আরো বলেছেন-
এক দফা এক দাবি,
তিন বেলা বিস্কুট খাবি।
-
শেষ করবো বিস্কুট-পাগলা ভাই এর একটি কবিতা দিয়ে-
সুস্থ দেহ সুস্থ মন,
সব মানুষের প্রয়োজন।
জলহস্তী দেখতে যেমন,
হতেও পারেন আপনি তেমন।
এর যদি প্রতিকার চান,
বেশি বেশি বিস্কুট খান।
-
শেষ করবো একটি কথা দিয়ে আর তা হলো-
বিস্কুট খাও এদিয়ে যাও
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪