আদতে ইহা একটা রোমান্টিক পোস্ট, অন্য কিছুর সাথে মিল পাইলেও পাইতে পারেন... আফটার অল, ইউ হ্যাভ রাইটস টু ইউজ ইয়োর ইম্যাজিনেশন...
...অনেকক্ষণ ঝিম মারিয়া থাকিয়া শুধাইলাম, "তুমি আজকাল বড্ড বেশি সরকার দলীয় টাইপ স্বেচ্ছাচারী আচরণ করিতেসো হে কিউপিড...!"
দাঁত কেলাইয়া কিউপিড কহিলো, "কীসের কথা বলিতেসো দোস্ত!"
"এই যে তুমি বাছ-বিচার না করিয়া উহার পিঞ্জিরা বরাবর তোমার ওই পিংক কালারের তীরখানি মারিয়া বসিলে। আমাকে একটু জিজ্ঞাসা করিতে পারিতে, তীর মারিতে মানা নাই, আমি কেবল মারার জায়গাটা একটু দেখাইয়া দিতাম।"
খানিক পরখ করিয়া কিউপিড শুধাইলো, "কিঞ্চিত জোরে লাগিয়া গেসে বোধহয়, ধনুক ছিলাটা নতুন বান্ধাইয়াছি তো!"
কী আর করিবো, মাথা নাড়িয়া কেবল কহিলাম "কন্ট্রোল বন্ধু কন্ট্রোল!"
কিউপিডও মাথা নাড়িতে লাগিলো। হঠাৎ মাথা নাড়ানো থামাইয়া ভয়ার্ত কন্ঠে ডাকিয়া উঠিলো, "সর্বনাশ!!!"
আমিও ততোধিক ভয়ার্ত দৃষ্টিতে ইতিউতি তাকাইলাম, মড়া টা আবার কার কোন অজায়গায় নিশানা করিলো রে! কিউপিডের কম্পনরত কাতর কণ্ঠ শুনিলাম, "দোস্ত হেল্প!! বাহিরিয়া যাইতেসে!!"
কোনমতে নাক-মুখ ঢাকিয়া খিস্তি ঝাড়িলাম গোটা দুয়েক, "ধুর মড়া, বেজন্মা কাহিকা! সেই কখন থাকিয়া কন্ট্রোল কন্ট্রোল করিতেসি, এই তোর কন্ট্রোলের নমুনা!!"
গালি খাইয়া কিউপিড পায়ের উপর হুমড়ি খাইয়া পড়িলো, "এই বেলা বাঁচাইয়া লহো বন্ধু, তোমারে আমি উস্তাদ মানি!"
"যা বেটা উল্লুক, শিগগির কতকগুলা বালুভর্তি ট্রাক ম্যানেজ করিয়া উহাদের দরজার সামনে রাখিয়া আয়, আমি চ্যানেল গুলাতে খবর লাগাইতেসি..."
১. ০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৩ ০