মাঝির জন্য এলিজি (লিরিক-৬, ২০১০)
০১ লা সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একলা পাড়ে খাড়াই আছি,
যাইতে কইলো না,
খাইল্যা নাও লইয়া গেল,
আমারে লইলো না;
ও মাঝি, আর একটু বইলো না...
ঘাটে ঘাটে থামলো কত,
মেলায় মেলায় ঘুরে,
পাইছে যত খাইলো তত,
ভাসলো কত দূরে...
কল্কি'র আগুন নিভলো পরে,
আর একটু বইলো না,
খাইল্যা নাওয়ে চইলা গেল,
যাত্রী লইলো না,
মাঝি, আর একটু বইলো না...
চান্দের আলো ডুইবা জলে,
গাঙ্গে উথাল-পাথাল,
হাওয়ার লগে গীতও চলে,
মাঝির বৈঠা-পাল...
চান্দের রূপে পাগল হইল,
পরাণে সইলো না,
একলা রাইখা চইলা গেল,
আমারে লইলো না...
আইছে মাঝি উজান ঠেইল্যা,
ভাটার লগে যায়,
গতর খাটার খুচরা পয়সা,
আলস্যে হারায়...
দিনের কামাই দিনেই শ্যাষ,
কিছুই রইলো না,
একলা শুধু আমি ই ছিলাম,
আমারে লইলো না,
মাঝি, একটু বইলো না...
জানি মাঝি আসবা ফিরা,
আবারো এই ঘাটে,
তোমার নাওয়ের অপেক্ষাতে
জনম আমার কাটে...
সেদিন তোমার ভরা নাওয়ে,
জায়গা দিবা নি?
পয়সা ছাড়া সেদিন তুমি,
যাত্রী নিবা নি?
তোমার লাইগা জনম হইল,
মরণ হইলো না,
মাঝি, একটু বইলো না...
সবাইরে পার করলা মাঝি,
আমারে কইরলা না,
মাঝি, একটু বইলা না...
সবার মাঝি হইলা তুমি,
আমার হইলা না,
মাঝি, একটু বইলা না...
মাঝি, একটুু বইলা না...
----ooo-----
লিরিক-৬
২০১০
ঢাকা
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে...
...বাকিটুকু পড়ুন
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহ আজিজ, ২২ শে মে, ২০২৫ রাত ৯:০৬

প্রফেসর ইউনূস এখন কী করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে । হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে একজন সাধারণ নাগরিক কি ভাবছেন? তাদের ভাবনার আদৌতে গুরুত্ব আছে কোনো ? দেশে ইন্টেরিম সরকার ক্ষমতায় থেকে টেনেটুনে চালিয়ে নিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন...
...বাকিটুকু পড়ুন
পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকায় তাওহীদ মডেল মাদরাসার এক শিক্ষার্থী (সুমনা)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বড় বোন আমেনা খাতুন জানান, কিছুদিন আগে...
...বাকিটুকু পড়ুন