সময় ছিলো বটে আমাদের সময়, গোলা ভরা ধানছিলো, পুকুর ভরা মাছ ছিলো, কালো গাইয়ের দুধছিলো, আখের রসে আরেকটু বেশি মিষ্টি ছিলো, ............. ব্লা ব্লা ব্লা
ফেলে আসা অতীত নিয়ে সবাই এমনি বলে। সেই সময়ের সুরুতে একটা মাত্র টিভি চ্যানেল ছিলো, ডিশ ও ছিলো না, প্যাকেজ নাটকো না। তবু সেই সময়ের মানুষগুলোর মনে সেই বিটিভির নাটক গুলোই শ্রেষ্ঠ নাটক হয়ে আছে নিঃশ্চিত। একটু বিটিভি বিলাস করি। বিটিভিতে দেখা আমার ভালোলাগা কিছু নাটকের নাম শেয়ার করি আপনাদের সাথে:
ধারাবাহিক:
কোথাও কেউ নেই:
এই নাটক নিয়ে বলার বা লিখার কিছু নেই, তখন আমি বেশ ছোট, প্রাইমারী স্কুলের গণ্ডিতে তবু মাইরের মইধ্যে ভাইটামিন আছে, কুত্তাওয়ালী, বডি টারমারিক ছাপিয়ে আমার কাছেও বড় হয়ে উঠেছিলো শেষ দৃশ্যে মোনার একাকীত্বযার কোথাও কেউ নেই।
তথাপী: ত্রপা মজুমদার, টনি ডায়েস এর মত নতুন মুখের দেখাপেয়ে ভালো লাগছিলো আরোছিলো লাটভাই রুপী তারিক আনাম, আধপাগল মমতাজউদ্দীন....। এটারো শেষ দৃশ্যটা মনে দাগকেটে আছে এক লাটভাইয়ের প্রস্থানে কিছুই হয়না চলে আসে আরেক লাট ভাই খুব তারাতারিই স্মাগলিংএর শীকর পর্যন্ত পৌছুনো যায় না।
পাথর সময়: তৌকির এবং আরো অনেকে, ড্রাগ এডিকশন নিয়ে নাটকটা ছিলো আর কিছু মনে নাই।
নক্ষত্রের রাত:
আজ রবি বার: জাহিদ হাসানের সেই ক্লাসিক কঙ্কা ভাইয়া - তিতলী ভাইয়ার নাটক। সম্ভবত হুমায়ূন আহমেদের শেষ মানসম্পন্ন নাটক।
শংকিত পদযাত্রা: জাহিদ হাসান- বিপাসার প্রথম ধারাবাহিক সম্ভবত।
গ্রন্থিকগণ কহে: গোলাম মুস্তফা- সুবর্না অভিনীত সম্ভবত কোন যাত্রাপালা বা মন্চদলের সদস্যদের জীবন-যাপন নিয়ে আবর্তিত নাটক।
না: এটা সেরকম প্রাগৌতিহাসিক যুগের নাটক না ১৯৯৯-২০০১ এর মধ্যে কোন এক সময়ের হবে, ভার্সিটির একদল তরুনের কান্ড-কারখানা, প্রেম-ভালোবাসা-বন্ধুত্ব সম্পর্কের টানপোরন, রাজনীতি এসব নিয়ে একটা অসাধারন নাটক মনে হয়েছিলো আমার কাছে। এটা বোধয় অপি করিমের প্রথম নাটক।
বহুবৃহী: নাটকটা আমি পরে সিডিতে দেখি তবে নিঃসন্দেহে বিটিভির স্বর্নযুগের নাটক।
ছোট ছোট ঢেউ: নোবেল, তানিয়া, সুইটি একঝাক মডেল এই নাটকেই বোধয় প্রথম অভিনয় করে।
বারো রকমের মানুষ:
রূপনগর: ছি ছি ছি তুমি এত খারাপ
ইতি আমার বোন: আজিজুল হাকিম, ডলি জহুর, শান্তা ইসলাম
ডলিজহুরের চারমেয়ে তাই সংসারে কোন মুল্যনেই চার মেয়ের পর ছেলে হওয়ার পর তার চলনবলন সবি পাল্টে যায় সেইছেলের কিডনী নষ্ট হলে কিডনী দিতে গিয়ে মারা যায় বোন শান্তা ইসলাম (কৃতজ্ঞতা : সাঈফ শেরিফ, এটার কথা ভোলা একদমি উচিৎ হয়নি)
নাম ভুলেগেছি:
১) তৌকির আর শমী ছিলো, শমী ব্লাড ক্যান্সার হয়ে মারা যায় নাটকে তৌকিরের নামছিলো রাঙামুলো। ---কোন কাননের ফুল(কৃতজ্ঞতা পাক্নাজয়)
২) আজিজুল হাকিম, শমি ছিলো আজিজুল হাকিমের কিডনী নষ্ট হয়ে যায় তখন ওদের গ্রামের একমেয়ে কুমি(এই চরিত্রে যে অভিনয় করছিলো তার নাম ভুলেগেছি) কিডনী দেয়।
৩) খালেদ খানের বেশ আধুনিক নাটক, খালেদ খান একজন সাংবাদিক থাকে, একেক পর্বে সে একেকটা ঘটনা নিয়ে অনুসন্ধান করে , এরকম নাটক বাংলায় আর হয়নি সম্ভবত। কারো নামটা মনে থাকলে বলে যাবেন।
সাপ্তাহিক:
একা: বিপাসা-আজিজুল হাকিম-শমি অভিনীত ত্রিভুজ প্রেমের নাটক
এই নাটক টা রিমেক করেছিলো একবার ঈদে ঈশিতা-জয় অতি জঘণ্য লাগছিলো।
প্রতারক: শমি-তৌকিরের নাটক, এটা খুব সম্ভবত ইমদাদুল হক মিলনের "ভুল" উপন্যাসের নাট্যরূপ, এটারো রিমেক দেখলাম অতীব জঘণ্য অপুর্ব আর মোনালিসা। মোনালিসা মেয়েটা এত বাজে অভিনয় কেমনে করে সেটা নিয়ে গবেষনা হওয়া উচিৎ।
তারায় তারায় খচিত: ঈদের হাসির নাটক আর কিছু মনে নাই
নায়িকা সংবাদ: শমী, আলী যাকের, আরেকটা মডেল চৈতীর হাজবেন্ড নাম ভুলেগেছি
সমাপ্তী: রবীন্দ্রনাথের ছোটগল্পের নাট্যরূপ মেঘনা আর জাহিদ হাসান ছিলো বোধয়
মাল্যদান: আবারো রবীন্দ্রনাথ তনিমা হামিদ আর জাহিদ হাসান
তারানা হালিম ছিলো, এটয়ারো রিমেক দেখলাম রওনকরে ধইরা থাবরাইতে মন চাইতেছিলো ।
জতুগৃহ: খালেদ খান আর কে যেন ছিলো, ফারুকীর পরিচালনায় তখনো ফারুকী হিট হয়নাই, নাটকটার মেকিং খুব সুন্দর ছিলো।
নাম ভুলেগেছি যেসব নাটকের :
১) নাটকটায় বিপাশা শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলো, সে কাজের মেয়ে থাকে তাকে বাসায় তালাবন্ধ করে রেখে বাসার লোকজন বেরাতে যায় সেদিনি ফেরত আসার কথা থাকলেও তারা রাতে আটকা পরে পরের দিন ভোরে আসে, নাম বোধয় সুপ্রভাত ঢাকা
২) খালেদ খান, শম্পারেজা আর বুলবুল আহমেদ(সম্ভবত), বুলবুল আহমেদ অন্ধ থাকে তার চোখ অপারেশনের পর ভালো হয়েযায় তবুও সে অন্ধের অভিনয় করে বৌর ওপর গোয়েন্দাগিড়ি করার জন্য।
৩) খালেদ খান আজাদ আবুল কালাম, আজাদ আবুল কালাম বিখ্যাত লেখক খালেদ খানের বিখ্যাত এক বইয়ের চরিত্রের মত করে খুন করে যেটাকে সে নিজে শীল্প ভাবে।
৪) আসাদুজ্জামান নূর আর মিতা (সম্ভবত) এর একটা নাটক দুজন দম্পতির ঝগড়া,কথাকাটাকাটিনেয়েই পুরো নাটক কিন্তু একফোটা বোরিং না
৫) আসাদুজ্জামান নূর আর আবুল হায়াত, আবুল হায়াত বিরাট ধনি এক বুরা আসাদুজ্জামান বেকার যুবক , আবুল হায়াত নূর কে অনেক খাতির করে , সব সম্পত্তি লিখেদেয় ঘুমথেকে উঠেনুর দেখে সে আবুলহায়াতের শরীরে বন্দি আর তার শরীরে আবুলহায়াত, বড়ই চিন্তাযুক্তনাটক তখন তো ছোটছিলাম বুঝিনাই বড় হয়ে বুঝছি ঐটাছিলো সাইফাই
**************************************************************
ম্যাকগাইভার, নাইট রাইডার, র্যাভেন, দি এটীম, হারকিউলিস, এক্সফাইল, রবিনহূড,সিন্দবাদ,মিস্টেরিয়াস আইল্যান্ড, দি গার্ল ফ্রম টুমরো, কুইন, এগুলোর কথা আর কী বলবো।
******************************************************************
যেসব নাটকের গল্প শুনতে শুনতে কান ঝালাপালা কিন্তু দেখা হয়নাইসেগুলো হোলো এই সব দিনরাত্রী,সকাল সন্ধা,পারলেনা রুমকী, সংসপ্তক,ঢাকায় থাকি
==============================================
উঠন নামে আমজাদ হোসেনের একটা নাটক বেশ কয়েক পর্ব দেখিয়ে প্রচার বন্ধ করেদিয়েছিলো ঐ নাটকটাও খুব ভালো লাগতো।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০১