গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৮টি বিশ্ব রেকর্ড গড়েছে আর অল্পের জন্য একটি থেকে বঞ্চিত হয়েছেঃ
১. পরে ফিল্ডিং করে একজন ব্যাটসম্যানকে সর্বোচ্চ রান করতে দেয়ার রেকর্ডটি এখন বাংলাদেশের (ওয়াটসনের ১৮৫)।
২. বাউন্ডারিতে একজন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি রান করতে দেয়ার বিশ্ব দেয়ার রেকর্ডটিও হয়ে গেছে বাংলাদেশের ( ইনিংসে—১৮৫ রানের ১৫০-ই এসেছে চার আর ছয় থেকে)।
৩. সবচেয়ে বিস্ময়কর রেকর্ডটা ছক্কার। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা দেয়ার রেকর্ডটিও আমাদেরই (১৫টি) । ১৫টি ছক্কা মেরে কানাডার বিপক্ষে ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের জেভিয়ার মার্শালের ১২ ছক্কার রেকর্ডটিকেও পুরোনো করে দিয়েছেন ওয়াটসন।
৪. দলের মোট রানের ৭৯.৭৪ শতাংশই একজন ব্যাটসম্যানকে করতে দেওয়াও (ওয়াটসন) সম্ভবত এটা রেকর্ড ।
৫. কোন অস্ট্রেলিয়নকে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৮৫) খেলতে দেয়ার মালিকও আমরা।
৬. এক ইনিংসে কোন ব্যাটসম্যানকে সমান সংখ্যক ছয়-চার (ওয়াটসনের ১৫টি ছয় ও ১৫টি চার ) মারতে দেয়ার বিশ্ব রেকর্ডটির মালিকও আমরা।
৭. দেড় শতাধিক রানের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটে রান দেয়ার রেকর্ডটিও বাংলাদেশের (১৯২.৭০ আগে ছিল ১৫৭.৬৫)
৮. সবচেয়ে কম বলে সর্বোচ্চ রান দেয়ার বিশ্ব দেয়ার রেকর্ডটিও হয়ে গেছে বাংলাদেশের (৯৬ বলে ১৮৫)।
তবে বাংলাদেশ যদি আর মাত্র ৩০ রান বেশি করতে পারত তাহলে আরও একটি রেকর্ডের মালিক হতে পারত তা হল ওয়ানডেতে কোন একজন ব্যাটসম্যানকে সর্বোচ্চ রান করতে দেয়ার রেকর্ড। যা এখন আছে সাউথ আফ্রিকার ঝুলিতে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮