জোস্নার অবিরাম বর্ষণ,
আর আমার নির্লিপ্ত উল্লাস...
নিয়তির উদ্দেশ্যে আমার নিষ্ফল যাত্রা,
বেদনাকে ভাসিয়ে নিয়ে যাওয়া,
লাল নীল জোস্নার প্লাবন,
কুচি কুচি করে ঝরে পড়া আমার অব্যক্ত ভালবাসা,
এই সব কিছুই আমার।
এই সব কিছুই আমি সাজিয়েছি, রঙধনুর মতো করে,
বেদনাকে দিয়েছি নীল রঙ আর ভালবাসাকে লাল,
আমার বিষণ্ণতাকে সাজিয়েছি আসমানির রঙে
আর, তোমাকে না পাওয়ার দুঃখকে দিয়েছি,
বিবর্ণ হলুদের রঙ।
দুঃখগুলো বার বার রঙ বদলাতে গিয়ে
চাই ঝরে পড়ে আবার নতুন করে সাজতে,
কিন্তু বারবার নিস্তেজ হয়ে পড়া এই আমি
পাইনা নতুন কোনও রঙের সন্ধান।
পুরনো সব রঙই যে দুঃখ আয়োজনে ব্যাস্ত।
আমিই শুধু বয়ে চলি আমার বেদনার,বিষণ্ণতার রঙধনু
আর তোমরা ভাবো, আমি কতো ভাগ্যবান,
কতো বড় রঙধনুর স্বত্বাধিকারী আমি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯