আমরা আজকাল নিজেদেরকে বিভিন্নভাবে যোদ্ধা পরিচয় দিতে পছন্দ কররছি।
আমরা কেউ অমুক যোদ্ধা, তমুক যোদ্ধা । করোনা ভাইরাস এর সময় আমরা আবার কেউ কেউ করোনাভাইরাস যোদ্ধাও হয়ে গেছি।
যে সমস্ত বাংলাদেশী নাগরিক প্রবাসে শ্রম বিক্রি করেন তাদেরকে আবার বলা হয় রেমিটেন্স যোদ্ধা। তারা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন। বাংলাদেশে টাকা পাঠান । বাংলাদেশের রেমিটেন্স কে সমৃদ্ধ করেন।
প্রবাসের তাদের জীবন যাপন কেমন, তারা কি খান, কোথায় ঘুমান পরিবার-পরিজনের কেউই হয়তো সেটা জানে না। কেউ কেউ এটা কখনো বলেও না।
উপরের ছবিটি মালয়েশিয়াতে প্রবাসী শ্রমিকদের একটি শয়ন কক্ষ । শয়ন কক্ষটি আমরা একটু ভালো ভাবে লক্ষ্য করে দেখতে পারি।
কথায় আছে, ছবি কথা বলে ।
এই ছবিটি অনেক না বলা কথাঈ বলে দিবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২০ রাত ৯:৪০