১। দিন শেষে
আর কি হবে বিলাসী বৃষ্টি
দৌঁড়ঝাপ রাস্তায়--- স্কুল ছুটি
আবারও কি হবে নীরব নির্বাসন
কুলকুল নদী, আম্রমুকুল
কিংশুক বিথীকায় ভ্রমরের গুঞ্জরন।
কত দিন দেখিনা তোমায়
বিবর্তনের কষ্টফাঁস এঁটে
দুয়ার আটকে বসে রই
তবে কি এখনো তোমাকে চাই?
নির্ভীক নীরবতা নিয়েছে ঠাঁই
আমি তাই, তাই আমি
দিন শেষে তোমারই গান গাই।
২। চিতায় মুখ
উল্টোপাতায় শুরু চলা
মনের আয়নায় অজান্তে কথা বলা
অবসাদ যাপনের দিনগুলো ভুলে
খাতা ও কলমে কথা না বলে।
নির্বাসনের পাপ প্রায়শ্চিত্তের দিন
বাজলো শুধু নিরানন্দের বিন
কত আর, আর কত বিরহ জ্বালা
দিনে দিনে বাড়লো বেলা।
চলছে জীবন মনের হরষে
চক্ষু গেলে আলো কি আসে
ভাগ্যাহতের বিভিন্নতর দুখ
আয়ু ফুরিয়ে চিতায় মুখ।
৩। সরল সূর্যালোক
এভাবেই শুরু হোক। আস্তে আস্তে, কষ্টে সৃষ্টে। জমাট বরফের মত উষ্ণতায় গলুক। মনের ভিতর যে মৃত খাখা মরুভূমি তা তৃণলতা খুঁজে পাক। আমিতো পাকেচক্রে এসেছি। ঘূর্ণিতে ঘুরতে ঘুরতে হাওয়ায় মিলিয়েছি ডানা। আহত বিহঙ্গ এক, ডানা ভাঙ্গা হৃদয়। শুরু হোক শুশ্রূষা। আদিম গুহার অনাদরের মানব থেকে বের হয়ে আসুক সরল সূর্যালোক।
ছবি: নিজস্ব এ্যালবাম।