১। এক আততায়ী বিকেল
এক আততায়ী বিকেলে দেখা হয়ে গেল
তখন বৃষ্টি ছিল না, ময়ূরেরা ছিল প্রার্থনারত
ঘাসফুলেরা চেয়ে ছিল গগণ পানে
প্রজাপতিরা উড়বে বলে অপেক্ষারত।
এক আততায়ী বিকেল তাই বাতাস ছিল অবিচল
সাগরের বুক ছিল থির, প্রাণ ছিল না সৈকতের
অধীর আগ্রহে ঝাউবনে বসে ছিল দুটো গাঙচিল
নারিকেলের চিরল পাতায় স্নায়ু সুস্থির।
এক আততায়ী বিকেল, প্রাণ ছিল না বৃক্ষের
ফুল ছিল না, ঘ্রাণ ছিল না বাতাসের রন্ধ্রে রন্ধ্রে
শুধু এক জোড়া চোখ, প্রশান্ত এক দৃষ্টির ভিতর
ডুবতে ডুবতে ভাসতে ভাসতে হংস আবির।
২। বেঁচে থাকার আর এক নাম
বেঁচে থাকার আর এক নাম
চৌকাঠে পা দিয়ে রাখা
রোদের খেলা বৃষ্টির ফোটা দেখা
কখনো কলি থেকে ফুল
কখনো ফুল থেকে মালা গাঁথা দেখা।
কে কবে আমার জন্য মালা গেঁথেছিল
সেসব আর মনে নেই
যেমন মনে নেই কোন ভূবনে আমি ছিলাম
কথা দিয়ে কথা না রাখা
দূর থেকে আনমনে বন্ধ দু'চোখে দেখা
আজ এক ও অবান্তর প্রশ্নত্তোর দৃশ্যপঞ্জী।
বেঁচে থাকার এক নাম নতুন
বেঁচে থাকার আর এক নাম পুরাতন
এক মিশ্রানুভূতি নিয়ে
সৈকতে পড়ে থাকার নাম অপেক্ষা
চৌকাঠের ওপারেই শ্যামনগর
এপারেই ধূলো ধূসরিত কানন।