এই বিক্ষত হৃদয়ের ক্ষরণ
এ আমি তোমাকে কখনও দেখতে দিব না
আমার অহংকার কি, তা আমি জানি
আবার আমি তার সাথে সকল কষ্ট ও লুকাতে জানি।
যদি আমি মেঘলা আকাশের জন্য অপেক্ষা করি
তুমি কখনও আমার চোখের জলধারার কথা জানবে না
তুমি কখনও জানবে না
আমি যে তোমাকে এখনও ভালোবাসি।
স্বর্গ থেকে পড়া এই বৃষ্টির ফোঁটা
কখনও আমার দুঃখ মুছে দিতে পারবেনা
এখন আমরা আর একসাথে নেই
তাই আমি অপেক্ষা করব
কালবৈশাখীতে এই অশ্রুধারা লুকানোর জন্য
হয়ত তুমি তা কখনও দেখতে পারবেনা।
যখন আমার কান্না শেষ হয়ে যাবে
তখন আমি সূর্যের সাথে হেটে যাব
আর সাথে এক চিলতে হাসির চাদর জড়িয়ে নিব
আমি নিষ্প্রাণ হয়ে যেতে পারি
কিন্তু সে সময় পর্যন্ত
হে প্রিয়তম তুমি
আমার কোন অনুযোগের ছোয়া পাবে না ।।
আসলে কবিতা লেখার অপচেষ্টায় আছি। ইন্সপায়ার্ড বাই সাম আননোন সোর্স।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৩২