ওয়েব ফাইল ম্যানেজমেন্ট ও সহজে ব্যবহার যোগ্য WYSIWYG টেকনোলজির সমন্বয়ে ডেভেলপকৃত KompoZer একটি সয়ংসম্পূর্ণ ওয়েব অথরিং টুল। এটি মাইক্রোসফট ফ্রন্টপেজ বা এডোবি ড্রিমওয়েভারের মত শক্তিশালী প্রোগ্রামের ন্যায় কাজ করতে পারে। একে মূলত এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে করে ব্যবহারের অতিরিক্ত সহজবোধ্যতা পাওয়া যায় ও নন-টেকনিক্যাল কম্পিউটার ব্যবহারকারীরা যেন HTML বা ওয়েব প্রোগ্রামিং জ্ঞান ব্যাতিত আকর্ষনীয় ও চলনসই ওয়েব পেজ ডিজাইন করতে পারেন। Mozilla-র লেআউট ইন্জিন Gecko এর উপর ভিত্তি করে ডেভেলপ করার কারনে খুবই দ্রুত গতির, নির্ভরযোগ্য।
কিছু ফিচার:
একটি বিল্টইন এফ.টি.পি সাইট ম্যানেজার আছে এতে। এখানে ফাইল ফিল্টার করা সহ সাইটের ট্রী ভিউ দেখতে পারবেন।
নতুন আরও বেশী আইটেম সমৃদ্ধ কালার প্যালেট।
Firefox এর ট্যাব সুবিধা আছে। এতে করে এক উইন্ডো তে অনেকগুলো ডকুমেন্ট এডিট করার সুবিধা পাবেন।
লাইভ CSS এডিটরের সুবিধা।
কাস্টমাইজেবল টুলবারের সুবিধা।
একটিভ হায়ারার্কিয়াল টুলবারের সাহায্যে রাইট ক্লিক করে যেকোন ইলেমেন্টের স্টাইল প্রপার্টিজ এডিট করা যাবে।
XUL বেসড ইউজার ইন্টারফেসে ফরম এডিটের সুবিধা।
KompoZer - এ Cleaner markup নামের বিল্টইন ফাংশন আছে যা < br > ধরনের বিরক্তিকর ট্যাগ গুলো নিজেই ঠিক করে নেয়। এতে W3C'র ফরম ভ্যালিডেশন ইন্টিগ্রেটেড থাকার কারনে ক্লিন ডকুমেন্ট তৈরী করা যায় অনায়াসে।
XFN (XHTML Friends Network) এর সুবিধা আছে।
Visible marks থাকার কারনে পেজের প্রতিটি ব্লক আলাদা করে দেখা ও পরিবর্তন করার সুযোগ রয়েছে।
টেবিল / সেল রিসাইজিং টুলবার ও অটোমেটেড স্পেলচেকার সুবিধা।
সফটওয়্যারটি বিনামূল্যে এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন KompoZer
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৯ রাত ১০:৪৬