এই ত্রিশোর্ধ বয়সে অনেক বেশী না হলেও কয়েকবার প্রনয়ের চিঠি পাবার সৌভাগ্য হয়েছে। যদিও সবার ক্ষেত্রেই মিলনটা ব্যাথাতুর, যার অধিকাংশ কারন এই অধম, আমি নিজেই। আর সময়ের সাথে ব্যস্ত জীবনে সব ভুলেও গিয়েছি। আজ এক অভিজাত রেস্টুরেন্টে বসে ছোট্ট বেলার বন্ধুর সাথে গল্প করছিলাম। গল্পে গল্পে বন্ধু বলল, "জানিস লাবুর গার্ল ফ্রেন্ড নাকি এখনও ওকে চিঠি লেখে। শালার আমারে জীবনে কেউ কোন চিঠি লিখলো না। তোর খবর কি, পাইছিস কখনও চিঠি ?" বরাবরের মত এই ধরনের প্রশ্নের উত্তরে
মুচকি হাসিই দিলাম। আর নিজের মনে চিন্তা করার চেষ্টা করলাম, সবগুলোর ভিড়ে একটির কথাই মনে আছে, যে আমাকে সিগারেট ছেড়ে দিতে অনুরোধ করেছিল, পুরোটা খেয়াল নেই। দেখি বাসায় যেয়ে খুজে দেখতে হবে, ভালো করে পড়তে হবে কি লিখেছিলো । বাসায় এসে খুজেও পেলাম, পড়ে বুকটা খাঁ খাঁ করে ঊঠলো কেন জানি।ভালো সময় বা ভালো জিনিসগুলো জীবনে বেশীদিন হয়ত থাকে না। অনেক ভালোবাসতো আমায় এই অসাধারন ক্ষুদ্র মানবী। পারিপার্শীকতা কেন যেন মিলনটা হতে দিলো না। সুদুর দুই দেশের ভৌগলিক ব্যবধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, নিবিড় মুগ্ধতায় ভালোবেসেছিলো মেয়েটি। পৃথিবীর সবকিছুর মত ভালোবাসাও শেষ হয়ে যায়। হয়তো এখন অন্যকারো মনের ক্যানভাসে ছবি একে চলেছে সেই মানবী, আর আমি যথারীতি নিঃসঙ্গ যাযাবরের মত লক্ষ্যহীন ভাবে ছুটে চলেছি মানুষের কল্যানে দেশ বিদেশ। আমার মত এই লক্ষ্যহীনকে ভালবাসার জন্য জীবনভর কৃতজ্ঞ রয়ে যাবো এই মানবীর প্রতি । বড় ইচ্ছে হল, চিঠিটি এখানে শেয়ার করে দিতে।
~~~~~~~~~~~~~~ ঃ চিঠি ঃ~~~~~~~~~~~~~~~~~~~
প্রিয় সরল মানুষ,
দেখতে দেখতে অনেক চরাই-উতরাই পার করে ১৬ টি মাস কেটে গেল----সাথে সাথে জমা হয়ে গেল নানা অভিজ্ঞতার ঝুলি।
আপনার যেই আলো দেখে আমি মুগ্ধ হয়েছি,সেই আলোতে কিছুটা হলেও আমি আলোকিত হয়েছি। এখন এর আমি ও আগের আমির মধ্যে অনেক তফাত, ধন্যবাদ দিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। আজ আপনার জন্মদিন,গত বছর এই দিনে আপনি আমার থেকে হাজার হাজার মাইল দূরে ছিলেন, কিন্তু আজ সেই দূরত্ব মাত্র কয়েকটি রাস্তায় সীমাবদ্ধ। মানুষের সাথে সাবলীল ভাবে মেশার যে ক্ষমতা আপনার রয়েছে তা আমাকে মুগ্ধ করে। সব সময় মানুষের জন্য নিয়োজিত, আপনার জ্ঞান অর্জনের স্প্রিহা, সব কিছুই আমাকে আকৃষ্ট করে।
আমার ভালো লাগুক বা নাই লাগুক আপনি সব সময় আমার ভুল ক্রুটি ধরিয়ে দিয়েছেন, সে জন্য আমি মেজাজ খারাপ করেছি। ছোট মনে করে ক্ষমা করে দিয়েন। অনেক প্রশংসা করে ফেললাম! এবার একটু দুর্নাম করি।
আপনার ধূমপান করা টা আমার একদম পছন্দ না, আপনার জন্মদিনে আমার ছোট্ট একটা আকুতি, দয়া করে সিগারেট খাওয়া ছেড়ে দিন। আপনার কারণ ছাড়া মেজাজ খারাপ হওয়া টা আমাকে কষ্ট দেয়, আরও খারাপ লাগে যখন অনেক কাজের চাপে আমাকে ভুলে জান!
আমি মন থেকে চাই যে আপনার সাথে আমার যেন আমার দেখা সবসময় দেখা হয়, খুব বেশি মিস করি যখন মাসের পর মাস আপনাকে কাছে পাই না। জানি না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু এটা মনে রাখবেন আমি কখনও আপনাকে ঘৃণা করতে পারবো না আর আপনাকে অনেক অনেক বেশি বিশ্বাস করি।
আপনার জন্মদিনে মনের কিছু না বলা কথা জানালাম। আপনার মঙ্গল কামনায় সবসময় নিয়জিত। শুভজন্মদিন!!!
আপনার হোদল কুতকুত )
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৯