এতদিন ডাক্তার ওকে স্কুলে ভর্তি করার অনুমতি দেয়নি।
আজকে আমাদের জন্য অসম্ভব আনন্দের দিন ! শুধু স্কুলে ভর্তি হয়েছে সেই জন্য না । প্রাপ্তি'র সর্বশেষ রিপোর্ট খুব ভালো এসেছে। গত সপ্তাহে ওর Bone Marrow ইন্ডিয়াতে পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য । আজ রিপোর্ট এসেছে।
ডা: ইউনুস ( প্রাপ্তি'র চিকিতসক ) বলেছেন , রিপোর্ট খুবই ভালো । আর দেড় বছর Maintenance Treatment করতে হবে।
এখন পর্যন্ত যেভাবে চলছে তাতে দেড় বছরে ওর জন্য লাগবে আরো ৬ লাখ টাকা। আমাদের পক্ষে এই টাকা যোগাড় করা দুঃসাধ্য !
আমরা অমিত কে হারিয়েছি , শুভ্রাকে হারিয়েছি , শম্পাকে হারিয়েছি । দয়া করে প্রাপ্তিকে হারিয়ে যেতে দেবেন না ।
আপনাদের সামান্য একটু সহানুভূতি , সহযোগিতা আমাদের পরিবারের হাসিটুকু বাঁচিয়ে রাখতে পারে ।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪৫