খুব বেশিদিন আগের কথা নয়, আমি তখন ক্লাস সেভেনে পড়ি (১৯৯৯) । স্কুল থেকে কার্লচারাল ট্যুর হবে আশুলিয়া নামক একটি জায়গায়, শুনলাম জায়গাটা দেখতে কক্সবাজারের মতন, আমি তো সমুদ্র দেখলে লাগলাম কল্পনায়। জায়গাতা দেখে প্রথমে মন খারাপ হল, ছোট একটা ইটের লম্বা রাস্তা দুই পাশে পানি, আর পানি, যত দূর চোখ যায় শুধুই পানি।
প্রথম দর্শনেই খারাপ লাগা!
আরও বছর পাঁচেক পরের কথা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে রোজ আশা যাওয়া করতে হত ওই পথ ধরে, আদ্ভুত ভালো লাগতো, বিসাল পানি রাশি দেখে, এবার গরমে সবুজ আর সবুজ
ব্যাস এইটুকুই বলার ছিল, বাকিটা একটু কশ্ত করে আপনারা দেখে আসিয়েন। আমার বলার মতন কিছু নাই।
আমি আমার পরিচিত সব সাংবাদিক কে বলেছিল কেন তুরাগকে নিয়ে কেউ লিখে না, কেন তুরাগকে বাঁচাতে চেষ্টা করছে না?
উত্তর পাই নাই...............