আজ আমার বাবার মিত্যুবার্ষিকী, ৪টা বছর মানে ১৪৬০ দিন হল, আগে মনে হইছিল সময়ের সাথে ভুলে যাবো বা কষ্টটা কমে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে সেরকম হয় নাই। কিরকম একটা শূন্যতা, ঠিক বলে বোঝানো যাবে না এমন একটা কষ্ট বোধ গলায় এসে আটকে আছে!
আমি বই ঘেঁষা মেয়ে, কিন্তু এই অনুভূতির ব্যাখা ঠিক লিখে বোঝাতে পারবো না।
আমি জানি না, পরজন্ম- পুনঃরজন্ম বলে কিছু আছে কিনা! বা জানি না কেমন করে হাশরের ময়দানে বাবাকে খুজে পাবো, তারপরও ছাই প্রতি জন্মে আমার বাবার মেয়ে হয়েই জন্মাতে! এমন নয় যে আমার বাবা খুব ধনী বা অসাধারন ছিলেন, বাবা আর দশজনের মতন'ই খুব সাধারন আর দিন আনে দিন খায় টাইপ ছিলেন। কিন্তু বাবা আমাকে মানুষ হিসাবে ভাবতে শিখিয়েছে, মেয়ে হিসাবে নয়! বাবা আমার হাতে তুলে দিয়েছে বই নামক একটা জগত, আর শিখিয়েছে ভালবাসতে, সবটা সময় সব কিছুকে সহজ ভাবে নিতে। আর বাবার একটাই চমৎকার গুন ছিল, কাউকে না- না বলা!
আপনারা যারা এই লেখাটা পড়ছেন, দয়া করে ১টা মিনিট সময় দিবেন, আমার বাবার জন্য দোয়া করার জন্য, প্লিজ ??