তোমাকে পেলে আর চাওয়ার কিছু-ই নেই
হয়তো হাতের রেখায় তুমি নেই-
প্রতিদিন রেখায় খুঁজি তোমায়
হাওয়ায় পেতে রাখি কান যদি বাজে তোমার হৃদয় বীণা!
সময় হেঁটে যায় আমাকে রেখে নি:শব্দ অনুভবে-
মাঝে মাঝে হই একা এই মুখরিত কলরবে।
গোলাপের পাঁপড়িতে চূড় রঙিন কল্পনায়
সম্বিত ফিরে দেখি নিজেকে এক অচেনায়।
কেমন অদ্ভুত শব্দ এখনও অশ্রুত; বৃষ্টি মেঘের আঁচল,
করুণ নয়নে ভেজা অভিমানি কপোল-
এখনো হয়নি বলা, দেখিছে যা এই চোখের আরশী-তে;
শব্দ, ছন্দ ও সুরে পারো- শূণ্য হৃদয় ভেরে দিতে
প্রতীক্ষা এই ভালোবাসার দিনে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২