প্রিয় সাদা-কালো,
জানি তুমি আছো সবার মাঝে
তোমার অনেক গুরুত্ব
কারন তোমার ছোয়ায় রংধনুর সাতরং
যখন তুমি রেগে যাও কোন কিছুই দেখা যায়না আকাশে, শুধুই মেঘ কালো
আর যখন তোমার মন ভাল থাকে, সীমাহীন নীলে ভেষে বেড়াও।
জানি তোমার অনেক গুরুত্ব
কারণ তুমি না এলে বিয়ের সানাই বাজে না
কনের হাতে ফোটে না মেহেদীর রং
লাল নীল বাতি জ্বলে না
বাসরের ফুল থাকে নির্জীব
তেমার ছোয়া ছাড়া বাসরের রং ফোটা অসম্ভব।
জানি তোমার অনেক গুরুত্ব
তোমার কারণে মোনালিসার হাসির এত রহস্য
রাতের আধারেও শত্রুর দিকে গুলি চালাতে একটুও অসুবিধা হয়নি ৭১-এ
৯০ এর আন্দোলনের নেতা নূর হোসেনের লল রক্তে গণতন্ত্র
তোমার কারণেই বাঙ্গালী শত বঞ্চনায়ও আশায় বুক বাধে।
জানি তোমার অনেক গুরুত্ব
তোমার কারনে বৈশাখের শাড়িতে জীবনের গান
বকুলতলায় প্রেমের মিলনমেলা, শুধু তোমার কল্যানে
আবার শত অপেক্ষায়ও তোমার দেখা মেলা ভার
তারপরও তোমার জন্য দিনশেষে কিছু একটা থাকার তৃপ্তি।
জানি তোমার অনেক গুরুত্ব
কখনো তুমি শুধু কালো
শুধু আন্দাজ দিয়েই তোমাকে খোজা
কখনো তুমি শুধুই সাদা, এত পরিষ্কার
সামনে থাকলালেও বোঝা যায়না
তারপরও তামার জন্য অপেক্ষা সমসময়
কারণ, তুমি সাদাকালো, সবকিছুই অচল তোমায় ছাড়া।