কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র ২০ তম মৃত্যু বার্ষিকীতে, কবি'র প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই।
"আর কিছু নিয়ে নয়, এসো শুধু চানাচুর নিয়ে আলোচনা করি,
মচমচে চানাচুর হচ্ছে এখন সবচে' নিরাপদ খাদ্য।
শবমেহের প্রসঙ্গে আনায়াসে আমরা এখন
কথা বলতে পারি এবং তা চানাচুরের মতোই নির্দোষ_
তার রমনে অনুপযুক্ত কিশোরী শরীর
বহুজাতিক কোম্পানির হাতে ছিন্নভিন্ন হচ্ছে
এসবই এখন সবচেয়ে উপভোগ্য বিষয়।
এখন আমরা ভেতরটাও খুলে ফেলতে পারি,
আমরা আলোকপাত করতে পারি আমাদের
খুব ভেতরের ইচ্ছাগুলোর উপর।
একটি কিশোরী শরীরে রমনের তীব্রতম স্বাদ
কবে কোন পুরুষের জাগে নাই রক্তের ভেতর।
এসো এখন আমরা পরস্পরের প্রতি আলোকপাত করি_
: সংবাদপত্রে শবমেহেরের মৃত্যু সংবাদ পাঠ করতে করতে
একটি কিশোরী রমনের তৃষ্ণায়
আমি খুব কাতর হয়ে পড়ছিলাম।
: আমারও তেম্নি__একবার মনে হয়েছিলো
আহা, আমি যদি শবমেহেরের প্রথম ধর্ষনকারী হতাম!
একবার, একবারই মনে হয়েছিলো।
: আমি আমার ভেতরে খুব কান্নার কষ্ট অনুভব করেছিলাম
: আমার একবার পাখি হতে ইচ্ছে হয়েছিলো
: দৈনিক বাংলার সামনে গায়ে আগুন লাগিয়ে
পুড়ে মরতে ইচ্ছা হয়েছিলো আমার
: আহা, আমি যদি শবমেহের হতে পারতাম...
আমরা কি পরস্পরের ইচ্ছাগুলোর উপর
আলোকপাত করছি?
আহা আমাদের ইচ্ছাগুলো
আহা আমাদের অপূর্ন গোপন ইচ্ছাগুলো!
তোমাদের জন্য আমরা এক মিনিট দাঁড়িয়ে
নিরবতা পালন করছি।।"
০৪.০৫.৮৫ মুহম্মদপুর, ঢাকা।