তুমি আমার এ কী করেছো!
যে আমি ভুলে গেছিলাম মন্দির মসজিদ।
তোমাকে পেয়ে পরম কৃতজ্ঞতায়
নিত্যদিন করছি ঈশ্বরের কীর্তন!
তুমি আমার এ কী করেছো!
যে আমি মেনে নিয়েছিলাম, প্রেম মরীচিকা –
তোমাকে পেয়ে মনে হয়
পৃথিবীর প্রেম সব আমারই বুকে।
তুমি আমার এ কী করেছো!
যে আমি ভুলে গিয়েছিলাম বেঁচে থাকা –
তোমাকে পেয়ে মনে হলো
খামোখাই এতদিন মরতে চাইতাম।
তুমি আমার এ কী করেছো!
যে বুকের ভেতরে ছিলো মরুভূমি
আজ সেখানে সুখের সাগরে
সাঁতার কাটছে প্রেমের প্রবাহ!
কবিতা: তুমি আমার এ কী করেছো!
কবি: সন্ধি মুহিদ
উৎসর্গ: অর্ধাঙ্গিনীকে
লিখার সময়: ১৪ মার্চ, ২০২১
লিখার স্থান: মিরপুর ২