আফ্রিকার দুর্নীতির গোপন তথ্য ফাঁস করতে আসছে ‘আফ্রিলিকস’। আফ্রিলিকস
আফ্রিকার দেশে দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরে সাড়া জাগানো ‘উইকিলিকস’-এর মতোই জোয়ার আনতে চান ওয়েবসাইটটির উদ্যোক্তারা।
উদ্যোক্তারা বিবিসিকে জানিয়েছেন, ‘ক্ষমতার বিষয়ে সত্য কথন’- এই স্লোগানকে সামনে রেখেই আফ্রিকার ১৯টি গণমাধ্যম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা মিলিতভাবে ‘আফ্রিলিকস’ তৈরি করেছে। এখান থেকে লোকজনকে পরিচয় গোপন রেখে স্পর্শকাতর তথ্য ফাঁস করার সুযোগ দেবে তারা।
সাইটটির মুখবন্ধে তথ্যদানকারীদের উদ্দেশে বলা হয়েছে, ‘এতে আপনি আমাদের কাছে দুর্নীতি সংক্রান্ত নথিপত্র পাঠাতে পারবেন, যা আমাদের সদস্য সংগঠনগুলো তদন্ত করে প্রকাশ করবে।’
তথ্যদানকারীদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে ওয়েবসাইটে উদ্যোক্তারা জানান, ‘আমরা এমন একটি পদ্ধতি বের করেছি, যা আপনার অথবা আপনাদের পরিচয় গোপন রেখে দুর্নীতির নথি শেয়ার করতে সহায়তা করবে। পাশাপাশি তথ্যের উৎসগুলো যে আপনিই ফাঁস করেছেন তা শনাক্ত করা যেকারো জন্য অসম্ভব হবে।’
‘আফ্রিলিকস’-এর উদ্যোক্তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ‘আফ্রিকা মেইল’ ও ‘গার্ডিয়ান’, কেনিয়ার ‘ডেইলি নেশন’ এবং নাইজেরিয়ার ‘প্রিমিয়াম টাইমস’ অন্যতম।