বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সকল দেশেই গাড়ি অ্যাকসিডেন্ট কিংবা গাড়ির ঝাঁকুনিতে যাত্রী ও চালক আহত হন স্টিয়ারিং হুইল, ড্যাশবোর্ড বা সামনের উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে। কিন্তু গাড়িতে চড়ার সময় যাত্রী বা চালকের সিটবেল্ট বাঁধা থাকলে এই ধরনের আঘাতপ্রাপ্তি এড়ানো সম্ভব।
বাংলাদেশে অনেকে সিটবেল্টের ব্যবহার জানলেও নানা রকম কারণ দেখিয়ে সিটবেল্ট ব্যবহার করেন না। গাড়ির সিটবেল্ট ব্যবহার করা উচিত কারণ যে কোনো দুর্ঘটনায় কিংবা গাড়ি হার্ডব্রেক কষার সময় এই বেল্ট স্বয়ংক্রিয়ভাবে আটকে গিয়ে যাত্রী ও চালককে সামনে গিয়ে ধাক্কা খাওয়া থেকে রক্ষা করে।
এ ছাড়া মারাত্মক দুর্ঘটনা ঘটলে সিটবেল্ট যাত্রীকে আসনের সঙ্গে বেঁধে রাখবে, ফলে মারাত্মক আঘাত এড়ানো সম্ভব হয়। তাই আপনার নিজের সুরক্ষার্থে সিটবেল্ট বাঁধা অভ্যাসে পরিণত করুন। আপনার শিশুটির সুরক্ষার্থে তাকেও পরিয়ে দিন সিটবেল্ট।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭