১ম বন্ধু: কি রে হন্তদন্ত হয়ে কোথায় চললি?
২য় বন্ধু: টয়লেটে যাই একটু ডাউনলোড করে আসি।
১ম বন্ধু : ওহ তাহলে আমি চলে যাই ; তোর তো আবার ডায়াল আপ....
২য় বন্ধু : আরে না একটু ওয়েট কর , এখন তো পিক আওয়ার. . . স্পিড ভালো পাওয়া যাবে।
২
সর্দার : কাল রাতে ৩ ঘন্টা ধরে একটা ইংলিশ সিডি দেখলাম,কিন্তু কোন ছবি বা শব্দ শুনতে পেলাম না।
বন্ধু : সিনেমার নাম কি ছিল?
সর্দার : Insert CD....
৩
প্রশ্ন : মোবাইল ফোন আর বিয়ে ... এ দুটির মধ্য কি সাদৃশ্য পাওয়া যায় ?
উত্তর : সারাক্ষনই মনে হয়, আর কিছুদিন অপেক্ষা করলে এরচেয়েও ভাল মডেল পাওয়া যেত....
৪
এক শিক্ষক গেছে এক নাপিতের কাছে । চুল কাটার পর পয়সা দিতে গেলে নাপিত বলল "চুল কাটা আমার কাছে সমাজসেবার মত,তাই আমি আপনার কাছে পয়সা নেব না।" এই শুনে ফুলওয়ালা খুশি হয়ে চলে গেল। পরের দিন নাপিত এসে দেখে দোকানের সামনে একগুচ্ছ ফুল।
পরের দিন এক ডাক্তার এসে চুল কাটাল। নাপিত আবারও পয়সা নিল না। সকালে নাপিত এসে দেখে ডাক্তার ভালোবেসে দোকানের সামনে একগুচ্ছ ফুল রেখে গেছে।
পরদিন এল এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। চুল কেটে সেও খুশিমনে ফিরে গেল। আর তার পরের দিন....???
নাপিত এসে দেখল.......
দোকানের সামনে অন্ততঃ ১০০ জন লোক। আর প্রত্যেকের হাতে একটি করে ফরওয়ার্ডেড মেইল এর প্রিন্ট-আউট ! !
৫
১ম বন্ধু : জানিস, সামনের ১৫ তারিখে নাকি চাঁদে রকেট পাঠানো হবে।
২য় বন্ধ : যাহ, তুই মিথ্যা কথা বলছিস।
১ম বন্ধু : কেন?
২য় বন্ধু : সামনের ১৫ তারিখ তো আমাবস্যা।
৬
চাচা : দেখ বাবা জীবনটাকে একটু ডিফ্র্যাগমেন্ট কর নইলে ব্যাড সেক্টর পড়তে কতন ?
ভাতিজা : আরে রাখেন চাচা আপনে হইলেন ডস মোডের পোগ্রাম আপনি এক্সপি -সেভেন এর কি বুজবেন?
চাচ : কিন্তু পাইরেটেড ভার্সনে আর কয়দিন ? যখন স্ক্যানডিস্ক দিবা তখন তুমিই বুজবা।
৭
মা : লেখ ‘স্বরে অ’
ছেলে : কোন ফন্টে লিখব মা? সুতন্বি বোল্ড দেই?
মা : খবরদার ফাজলামো করবে না যা ডিফল্ট এ আছে সেটাই কর।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩২