যাক অবশেষে অনেক ঝড় জল পেরিয়ে সামুপাগলা ০৭ আইডি'র মডিফিকেশন করতে সক্ষম হলাম। আর এই কাজের পুরো কৃতিত্বটাই কাজী ফাতেমা ছবি আপুর। তার আন্তরিক সহযোগিতা না পেলে আমার পক্ষে এই দুঃসাধ্য সাধন করা সম্ভব হতো বলে মনে হয় না। যদিও সিস্টেম ছিল, কিন্তু তবুও সময়-সুযোগের অভাবে তদুপরি বর্তমানে সামুর এই দৈন্যদশার কারণে সেই সুযোগটি সময়মতো কাজে লাগাতে পারি নাই। তো কাজী ফাতেমা ছবি আপু-কে শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তার জন্য রইল হৃদয়ের গভীরতম প্রীতি ও শুভেচ্ছা এবং একসাগর ভালোবাসা আর শ্রদ্ধা।
এই আইডিটি অনেকেরই গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সবার ধারণা ছিল আমি কোন একজন হেব্বি ফেবারিট স্টার এর নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নাম দখল করে দ্রুত ফেবারিট বা হিট শিকার করার জন্য নিয়েছি। যদিও আসল কারণটা ব্যাখ্যা করেছিলাম, তবুও কারওই আমার ব্যাখ্যাকৃত কারণটা মনে ধরে ছিল বলে তাদের কমেন্টগুলো থেকে মনে হয় নি। যাহোক, অবশেষে আমার প্রিয় ছবি আপু আমাকে এই লজ্জাষ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন।
যাহোক ব্লগের এই দুর্দিনের কারণে এবং নিজের কিছু কাজের ব্যস্ততায় অনেকদিক ব্লগে আসি নাই। আজ হঠাৎ একটু ফুসরত পেতেই লগইন করলাম, দেখলাম সকলের আপত্তি এবং আমার লজ্জার অবসান অবশেষে হল।
ধন্যবাদ সামু মডারেটরকে এবং প্রিয় ছবি আপুর জন্য অশেষ শ্রদ্ধা ও শুভকামনা। আর সকল সহব্লগারগণকে আমন্ত্রণ আমার ব্লগে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮