আজ বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মিডিয়া এবং প্রিয় ব্লগের নোটিশবোর্ড এবং সহব্লগারদের দেওয়া তথ্য অনুযায়ী দেখছিলাম সামু বন্ধ হয়ে যাচ্ছে বা যাবে অথবা বন্ধ/ব্লক করে দেওয়া হচ্ছে কিছু কিছু এলাকায়। কিন্তু আমি এতদিন বিষয়টি একটুও টের পাইনি আমার এলাকার আইএসপি থেকে সামুতে ঢুকতে আজ দুপুর ২টা অবধিও তেমন সমস্যা হয়নি। কিন্তু এই কিছুক্ষণ আগে সামুতে ঢুকতে গিয়ে হঠাৎ-ই বাধার সম্মুখিন হয়ে পড়েছি।
প্রথমে নোটিশটি দেখামাত্র বুকের মাঝে হার্টবিটটা নিজের অজান্তেই কয়েকটি বিট মিস করল নাকি দ্রুত পালসিং হলো ঠিক বুঝতে পারলাম না। এতদিন সকল সহ ব্লগারগণের উদ্বেগ, উৎকণ্ঠা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যাক তাহলে আমাদের আইএসপি এখন পর্যন্ত কোন এ্যাকশন নেয়নি। কিন্তু কিছুক্ষণ পূর্ব থেকে আমি রীতিমত আতংকিত, স্তম্ভিত!
কায়দা করে সামুতে ঢোকার পরে এড্রেসবারে দেখি নট সিকিউর লাল কালিতে লেখা রয়েছে। তারমানে এবার আমিও এই ব্লক এর আওতায়। আমিও কি তবে জাতিয় স্বার্থ পরিপন্থি কার্যকলাপে যুক্ত একজন হয়ে গেলাম! আহ!
হায়রে! স্বাধীনতা! এই স্বাধীনতার জন্যই কি ৫২ তে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল আমাদের পূর্বসূরীগণ! এই স্বাধীনতার জন্যই কি তবে আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ নেয়েছিলেন! হায় স্বাধীনতা! এবার বুঝি তোমার নামের যে অর্থ আমরা এতদিন জেনে এসেছি সে অথটিই পাল্টে যাচ্ছে! এখন কি তবে স্বাধীনতা মানে কতিপয় ক্ষমতাধারী, স্বেচ্ছাচারী, অকাট মূর্খদের যা ইচ্ছা তাই বলা, যা ইচ্ছা তাই করা!
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯