পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪
-কি হলো নিন ধরুন!
সম্বিত ফিরে পেয়ে তার বাড়িয়ে দেওয়া লাল গোলাপের তোড়াটি হাতে নিলাম, নিজের অজান্তেই একবার নাকের সামনে তুলে ধরে গণ্ধ নিলাম বড় একটা নিঃস্বাসের সাথে।
- কি মশায় আপনার না সকাল ১১টায় পার্কের পাশের ঐ কফিশপটায় থাকার কথা, আসেননি কেন? মনে করেছিলেন না গেলেই বুঝি বাঁচবেন আমার হাত থেকে! উহু আপনাকে যখন একবার হাতের কাছে পেয়েছি তখন আমার সব কথা শেষ না হওয়া পর্যন্ত আপনার মুক্তি নেই কিছুতেই।
আমি বাকরুদ্ধ! হাতের গোলাপের তোড়াটি তখনও নাকের সামনে ধরা! শুনছি তার কথাগুলি আর অপলক মুগ্ধ নয়নে গিলছি তার সুকন্ঠী অথচ কাঠখোট্টা কথাগুলো! আচ্ছা মানুষ এত সুন্দর হয় কিভাবে, এত সুন্দর কণ্ঠ নিয়ে সেই সুন্দর মানুষ আবার এতটা কর্কশ ভাবে কেন কথা বলে? এ ব্যাপারে কি কোন গবেষণাপত্র বা বই আছে, লাইব্রেরীগুলোতে ঢু মেরে দেখে নিতে হবে। আর যদি না থাকে তবে আমি নিজেই একটা গবেষণা করবো এ বিষয়টি নিয়ে। টাইটেলটা হবে, 'মানুষ কেন এত সুন্দর! সুকণ্ঠীদের কেন এমন কাঠখোট্টা কথাবার্তা!'
-কি ব্যাপার আমি সেই কখন থেকে আপনার সঙ্গে কথা বলে যাচ্ছি একের পর এক প্রশ্ন করে যাচ্ছি কিন্তু আপনি কোন উত্তর দেওয়া তো দূরের কথা সামান্য উইশটাও করলেন না! এমন কি ফুলের তোড়াটি নেওয়ার সময় ভদ্রতাসূচক একটা ধন্যবাদ পর্যন্ত দিলেন না! এটা কেমন ভদ্রতা?
তার কথায় আমি কল্পনা থেকে বাস্তবে ফিরে আসি।
- স্যরি স্যরি! থ্যাঙ্কস এন্ড হ্যাপি ভ্যালেন্টাইন। তা ভালবাসা দিবসে ভালবাসার মানুষকে নিয়ে ঘোরার পরিবর্তে আমার পিছনে কেন লেগে আছেন বলুন তো?
- কি বললেন লেগে আছি!
হুম লেগেই তো আছি, থাকব যতক্ষণ না আমার স্বার্থ হাসিল হচ্ছে।
- তা নয়ত কি। যাক বাদ দিন আপনার কোন কিছু জানার থাকলে একটু ঝটপট প্রশ্নগুলি করে ফেলুন তো? আমার আবার বিকেলে এয়ারপোর্টে যেতে হবে।
- এয়ারপোর্ট কেন? কেউ আসবে বুঝি? নিশ্চয় আপনার ভালোবাসা? দু'জনে মিলে নিশ্চয় সারা বিকেল ঘুরে আজকের দিনটি পালন করবেন?
- তা যদি হয় তাতে আপনার কোন সমস্যা?
আমি কি আসলেই ভুল করে ফেললাম! যদি ভুল করেই ফেলি তাহলে তো মনে হচ্ছে অনেক বড় একটা ভুল হয়ে গেছে! এখন আমি কি কবর যদি সত্যি সত্যি তার কোন প্রেমিকা থাকে?
- কি হলো কথা বলছেন না কেন? বললাম না আপনার কোন কিছু জানার থাকলে দয়া করে একটু দ্রুত জেনে নিতে হবে। আমি এয়ারপোর্ট যাব বিকেল ৩ টায়।
মেয়েটি এবার দ্রুত তার হাতঘড়ির দিকে তাকাল, তাকিয়েই রইল! যেন ঘড়ির ডায়ালের সঙ্গে তার চোখের একটা চৌম্বকীয় আকর্ষণ বলয় তৈরি হয়ে গেছে, কিছুতেই সে আর তার ঘড়ি থেকে চোখের এই আকর্ষণ বলয়টি ভেঙ্গে আমার দিকে চোখ তুলে তাকাতে পারছে না। যখন চোখ তুলে সে তাকাল আমার দিকে। তার ঘড়ি থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকানোর স্টাইলটা মনে হচ্ছিল স্লো মোশনে ঘটে চলেছে। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে সে তার মাথাটি সোজা করল এবং তার চেয়েও বেশি সময় নিয়ে সে তার ঐ পদ্মকলির মত বড় টানা টানা চোখ দুটি আমার চোখের দিকে তাক করল।
কিন্তু একি? মেয়েটির চোখে মুক্তদানার মতো এক বিন্দু পানি কেন? যা লবির ঝাড়বাতির আলো লেগে চিক চিক করছে?
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:৫৮