সামু ব্লগে প্রতি মুহুর্তে নানা ধরণের লেখা আসে, সেসব লেখা অনেকসময় সবার নির্বাচক ও পাঠকদের প্রিয় হয়। অনেকসময় আড়ালে থেকে যায়। সবার ব্লগে অনেক স্বাদের মন্তব্যের আদান প্রদান হয়। প্রশংসা, আলোচনা, সমালোচনা, আক্রমণ সবই থাকে। সবমিলে অন্তর্জালের জগতে সামু পরিবারে সদস্যদের মনে চলতে থাকে নানান ধরণের অনুভূতি। সেসব অনুভূতি গুলো ছবিতে ছবিতে দেখে নেই চলুন!

-----------------------------------------------------------------------------------------------------------------------------
১) সেইফ হবার পরে সেই মধুর ক্ষনটিতে উত্তেজনা, অবিশ্বাস, আনন্দের অনুভূতি...
২) যখন কেউ মন্তব্যের জবাব দেয়না অথবা লম্বা মন্তব্যের উত্তরে কপি পেস্ট করা "ধন্যবাদ" সবাইকে দিতে থাকে....
৩) যখন একটি পোস্ট নির্বাচিত, এবং আলোচিত পাতায় জায়গা পায় এবং নির্বাচক ও পাঠকপ্রিয় হয়.....
৪) কোন সহব্লগার অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে এনে সমালোচনার নামে আক্রমণ শুরু করলে.....
৫) সহব্লগারের কঠিন শব্দচয়ন, ব্যাকরণের মারপ্যাঁচের কোন কঠিন লেখা পড়ার পরে....
৬) অনেক সময়, মেধা, এবং শ্রম দিয়ে একটি লেখা তৈরির পরে, সেটি পাঠকপ্রিয়তা না পেলে....
৭) কোন পোস্ট ব্লগে আসা মাত্র হাজার খানেক বার পঠিত হলে যেখানে লাইক সংখ্যা ০ এবং মন্তব্য সংখ্যা ২ অথবা ৩ টি! রিলোড ম্যাজিকের কারবার দেখে.....
৮) কোন লেখায় পাঠক বিশেষ তথ্য অথবা বানানের ভুল ধরে ফেললে.....
৯) কোন বিখ্যাত, প্রিয় ব্লগারকে নিজ ব্লগ পোস্টে উচ্ছসিত মন্তব্যে পেলে.....
১০) কোন ক্যাচাল পোস্টে ঘন্টার পর ঘন্টা মন্তব্য করে, অর্ধেক দিন নষ্ট করার পরে......
১১) কষ্টসাধ্য লেখা কেউ চুরি করলে......
-----------------------------------------------------------------------------------------------------------------------------
উৎসর্গ: এই পোস্টের সব বাচ্চাই খুব কিউট। তবে আমার সবচেয়ে পছন্দের কিউট বাচ্চা হচ্ছে আমার নাতনী। এ বছরের ফেব্রুয়ারীর তেরো তারিখে ওর জন্ম হয়েছে। বিয়ের আগেই দাদী হবার সৌভাগ্য অর্জন করেছি আমি ওর জন্যে।

ছবিসূত্র: চাঁদ মামার পরে সবচেয়ে কাছের মামা; গুগল মামা!
