আমি ক্রিকেটই বেশি দেখি, তবে ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে অফলাইন অনলাইন সবখানে ফুটবলের নেশা আমাকেও একটু ধরল আরকি! এজন্যেই আয়োজন করলাম ফুটবল বিষয়ক মজার এই ফটো ব্লগটির! মজার সাথে সাথে কিছু জরুরি বিষয় নিয়েও কথা বলেছি। ফুটবল বিশ্বকাপের পাগলামিতে যেন আমরা ঠিক ভুল ভুলে না যাই সেদিকে খেয়াল রাখা উচিৎ সবারই!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
১)
২)
৩)
৪)
৫)
৬)
৭)
৮)
৯)
১০)
১১)
১২)
১৩) পতাকা কাহিনী!
বিশ্বকাপের আগে!
বিদেশী পতাকার চাপে দেশী পতাকা খুঁজেই পাওয়া যায় না।
বিশ্বকাপের পরে!
ফুটবল জ্বর সেরে গেল, বিদেশী পতাকারও অসম্মান শুরু হয়ে গেল!
প্রথমত বাংলাদেশের মাটিতে বাংলাদেশী লাল সবুজ পতাকা যদি বিদেশী পতাকার পেছনে চলে যায় তবে এর চেয়ে লজ্জ্বার কিছু হতে পারেনা। দ্বিতীয়ত বিদেশী পতাকা যদি এদেশে বানানো হয়, ব্যবহার করা হয় তবে সেসব দেশের সম্মানে আমাদের সতর্ক হওয়া উচিৎ। নিজের দেশকে সবচেয়ে ওপরে রাখুন এবং অন্যদেশ কেও নিচে নামাবেন না।
বোনাস:
এই ছবিটি মজার সাথে সাথে শিক্ষনীয়ও বটে! কোথাকার কোন বিদেশী খেলোয়াড়দের নিয়ে ঝগড়া করে দেশের মানুষ কেন সময় নষ্ট করবে? হ্যাঁ, খেলা নিয়ে দুষ্টু মিষ্টি খুনসুটি হতেই পারে। তবে সেটা যেন কখনো লিমিট ক্রস না করে, দেশের ক্ষতির কারণ না হয় সেদিকে সব ফুটবল প্রেমীর খেয়াল রাখা উচিৎ!
-----------------------------------------------------------------------------------------------------------------------------
সূত্র: অন্তর্জালের অলিগলি!
এবারে বলুন থুক্কু লিখুন কোন ছবিটি আপনার সবচেয়ে ভালো লাগল?
