একটা সময় ব্লগে অনেক আড্ডা পোষ্ট আসত। অনেক ব্লগারদের ভার্চুয়াল মিলনমেলা ঘটত সেসব পোষ্টে। সামুর অনেককিছু হারিয়ে গিয়েছে। এটা হারাতে দিতে ইচ্ছে করেনা। আড্ডা পোষ্ট সব নতুন ও পুরোন ব্লগারদের একে অপরের সাথে পরিচিত হতে সাহায্য করে। যারা পরিচিত তাদের বন্ডিংও আরো মজবুত হয়। সামু ব্লগ একটা পরিবার। এখানে সবসময় সিরিয়াসলি পোষ্ট দিয়ে, সেই পোষ্টের ব্যবচ্ছেদ করেই সময় কাটাতে হবে? শুধু মনখুলে সহব্লগারদের সাথে হাবিজাবি গল্পও তো করা যায়। পরিবারের মানুষেরা কাজের চেয়ে অকাজের কথাই তো বেশি বলে একে অপরের সাথে, হাহা।
তবে শুধু সামুর জন্য না, নিজের স্বার্থও আছে। আমি প্রবাসে থাকি, এবং এমন এক ভার্সিটিতে পড়ি যেখানে প্রবাসির সংখ্যা কম দূর্ভাগ্যবসত। তো ভাবলাম নিজেরও মনের খোরাক হলো আর সামুরও পুরোন দিন মনে পরে যাবে। তাই আসুন আড্ডা শুরু করি।
আড্ডার টপিক: কোন টপিক নেই, যা ইচ্ছা বলে যাবেন। কবিতা, কৌতুক, প্রিয় মুভি, খেলাধূলা যা ইচ্ছে বকে যান। আমি আড্ডাবাজ মানুষ, যেকোন বিষয় ধরিয়ে দিলেই হলো, বকবক করে যেতে পারব। আর যদি আমি নাও বুঝি টপিকটা অন্য কোন ব্লগার বুঝে যাবেন। কোন সমস্যা না টপিক, যদি বসে সত্যিকারের আড্ডাবাজদের আসর। তবে হ্যা নিজের কোন প্রিয় গান শেয়ার করে যাবেন। সেটা রেগুলেশন। না করলেও সমস্যা নেই যদিও, করলে আমি খুশি হব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩