ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সদ্য কারামুক্ত শিক্ষক ও ছাত্র এবং তাদের পরিবার, শিক্ষক-বুদ্ধিজীবী নিয়ে সংহতি সমাবেশে অধ্যাপক কবির চৌধুরী বক্তব্যের এক পর্যায়ে স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বললে সাধারণ শিক্ষার্থীরা হট্টগোল শুরু করে। কবির চৌধুরী বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন।
পরে আয়োজকদের চাপে বক্তব্য পরিবর্তন করে বলেন, সদ্য কারামুক্ত ছাত্র-শিক্ষকদের মাঝে এসে আমি জীবনের শ্রেষ্ঠ আনন্দ পেয়েছি। আন্দোলনের মুখে ছাত্র-শিক্ষকদের মুক্তি দিয়ে সরকার তাদের নৈতিক পরাজয় মেনে নিয়েছে।
বক্তব্যের প্রথমে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং শেখ মুজিবুর রহমানকে শুধু স্বাধীনতার স্থাপতি বলে ইতিহাস বিকৃতি করেছে এ সরকার। এ বক্তব্য প্রদানের সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে হট্টগোল করে। পরে আয়োজক অধ্যাপক মুহাম্মদ সামাদ তাকে বসিয়ে দেন। এরপর তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কেটে পড়েন।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫