ছোট বেলা থেকেই নানুবাসায় বিশাল সেলফ থাকার সুবাদেই কোন ধরনের বই ই পড়া বাকি থাকে নি , মানে বাচ্চা বয়স থেকে শুরু করে পূর্ণ বয়ষ্ক কিংবা যুবাদের বই ও সেই ক্লাস ফাইভ সিক্সে এ থাকতেই পড়ে ফেলেছি ....তারপরও মনে হয় যেন এখন ও অনেক বই ই পড়া হয়নি । তাই তো এক্সাম মাথার কাছে থাকলেও সামনে যদি কোন গল্পের বই থাকে তাহলে এক্সাম কোন ছাড় আগে সেইটা শেষ কর তারপর অন্যকিছু ....
মনে পড়ার মত ঘটনা - এস এস সি এক্সামের ইংলিশ ফাস্ট পেপার এক্সাম দিয়েছিলাম শুধু ৬-৭ টা গল্পের বই পড়ে । পড়ার বই উপরে থাকতো নিচে থাকতো গল্পের বই । সোফায় বই রেখে পড়তাম কেউ আসলেই সোফার নিচে চালান করে দিতাম, এভাবে কেউ টের পায়নি পরে ঘটনা ফাস হয় রেজাল্ট দেবার পর যদিও ততদিনে এ প্লাস এর মিষ্টি সবার হজম হয়ে গিয়েছিল তাই রক্ষে।
তবে তাই বলে বই কিনা থেমে থাকেনি , একেবারে ছোট থাকতেই হুমায়ুন আহমেদ থেকে শুরু করে মাসুদ রানা এমন কি জাপানীজ ওরেগামির বই নিয়েও চেষ্টা চরিত্র করতে দেখা গিয়েছে। নানু বাসায় অনেক পুরনো কালেকশনের দুর্লভ বই ই পড়ার সৌভাগ্য হয়েছে। তবে তখন ইংলিশ টা অতো ভালো করে বুঝতাম না বলে হেনরী রাইডার হ্যাগারড কিংবা অন্য বিখ্যাত বই গুলো পড়া হয়ে উঠতো না। যার ক্ষতি একালে এসে পোষাতে হয়েছে ।
আমার ৩২০ জিবি হার্ডডিস্কের প্রায় ৩৫ গিগাই নানান পিডিএফ এ ভর্তি যার অনেক গুলো আগে পড়া কিন্তু আবার ডাওনলোড করেছি কিংবা পড়া হয়নি এখন নামিয়ে পড়েই যাচ্ছি ।
অনেক দিন আজকে এক জায়গায় সুনীল গঙ্গোপ্যাধ্যায় এর কাকাবাবু সিরিজের বেশ কয়েকটা বই পেলাম , পেয়েই আর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। বই গুলার সাইজ ও একেবারে ছোট মাত্র ২-৩ মেগাবাইট । অনেক আগেই পড়া ছিল ,কিন্তু পিডিএফ থেকে আবার পড়ে মনে হল যেন আজকে আবার নতুন করেই পড়ছি।
১ মিশর রহস্য
২ আরব দেশে কাকাবাবু ও সন্ত
৩ কাকাবাবু হেরে গেলেন
৪ জঙ্গল এর মধ্যে এক হোটেল
৫ খালি জাহাজের রহস্য
৬ কাকাবাবু ও ব্ল্যাক প্যান্থার
৭ কাকাবাবু ও শিশুচোর
৮ কাকাবাবু ও আগুনে পাখির রহস্য
৯ সবুজ দ্বীপের রাজা
১০ কাকাবাবু ও মরন ফাদ
১১ সন্তু ও এক টুকরো চাঁদ
১২ বিজয়নগরের হীরে
১৩ কাকাবাবু ও বজ্র লামা
১৪ এবার কাকাবাবুর প্রতিশোধ
১৫ কাকাবাবু ও আশ্চর্য দ্বীপ
১৬ উল্কা রহস্য
১৭ কাকাবাবু ও এক ছদ্মবেশী
১৮ জোজো অদৃশ্য
১৯ কাকাবাবুর প্রতিশোধ
২০ কাকাবাবু ও চন্দন দস্যু
২১ ভয়ংঙ্কর সুন্দর
২২ সাদা ঘোড়া
বই পড়ুন অপর কে পড়তে উৎসাহিত করুম ।
পোষ্ট কেমন লাগলো জানাবেন , এই প্রথম এই টাইপের পোষ্ট দিলাম ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯