



আপনাদের নিশ্চয়ই এখন জানতে ইচ্ছে করছে কে কে বা কারা কারা সেই ব্লগার
যাদের ইফতারি করা নিয়ে এতো গবেষণা …….তাহলে নিচেই দেখুন


#ফিফা বা ফিউশন ফাইভ – রহস্যময় এই মানব বা নিক ,কারণ অনেকেই তার নিকের পিছনে ৫ জন একসাথে ব্লগিং করেন বলে সন্দেহ প্রকাশ করেন ,এজন্য
আবার অনেক সময় ফিফা কে ফিউরিয়াস ফাইভ




কারন ইফতার সব টেবিলে সাজানো গোছানো থাকবে কিন্তু যার জন্য ইফতার সেই ফিউশন ফাইভ থাকবেন অনুপস্থিত পাছে কেউ জেনে ফেলে অথবা দেখে ফেলে তিনি কে ........ :!> :!>


## হামা ভাই বা হাসান মাহবুব – উনার গল্প সমুহ পড়ে নতুন ব্লগার দের অনেক সময়
ঘ্যাস ঘ্যাস করে মাথা চুল্কাতে দেখা যায় আবার অনেকেই বলে ফেলেন কি যে লেখলো পুরাই মাথার উপরে দিয়া গেলো ,আর আমাদের হামা ভাই তখন মনে মনে হয়তো খুশিই হন কে জানে




###আসিফ মহিউদ্দিন – উনার সম্পর্কে কিছু বলার ব্যাপারে আমি সবসময় ই নীরব থাকি তবুও অনেকের জানার আগ্রহ থাকাতে উনি ইফতার কিভাবে করবেন সেই বর্ণনা টুকু দিতে হল , আমাদের আসিফ ভাই এর ইফতার পর্ব শুরু হবে বিকাল ৩ টা থেকেই উনি রান্না ঘরে বার বার উকি দিতে থাকবেন আর ইফতার তৈরি হয়েছে কিনা তা জানতে চাইবেন ,এক পর্যায়ে ইফতার তৈরী হবার মাত্রই তিনি টেষ্ট করার নাম করে ইফতার শুরু করবেন


আজ এ পর্যন্ত আগামী পর্বে আরো কয়েকজন ব্লগার কিভাবে ইফতার করেন তা নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত আপনারা বেচে থাকুন(যে গরম পড়সে)সুস্থ থাকুন …….
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩৯