শেষ পোষ্ট দেয়ার পর ,কত দিন হয়ে গেলো আর পোষ্ট দেয়ার সময় ও সাহস পাই নি ,আসলে পড়ালেখার চাপের সাথে তাল মিলিয়ে পোষ্টটা দেয়া বড় কষ্ট কর,বাসায় আসি ৬/৭ টায় ,কিছু মুখে দেই এর পর পি।সি তে বসতে বসতেই ৯ টা.....এরপর আর পোষ্টদেয়ার সাহস হয় না ,কি জানি যদি এরপর ক্যাম্পাস এ থাকলে কারও মন্তব্যের জবাব দিতে পারবো না ,তাই এক একটা পোষ্ট এর মাঝে এত দূরত্ব ,তাই যারা এতে বিরক্ত হন তাদের নিকট আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী

হাটি হাটি পা পা...


হাটি হাটি পা পা... -২
হাটি হাটি পা পা... -৩
হাটি হাটি পা পা... -৪



ক্লাস ৪ এর ঘটনা যতই বড় হচ্ছিলাম না কেনো ,আমার দুষ্টুমি কমানোর কওনো লক্ষন নাই ,আম্মু তো মহা চিন্তায়,কিন্তু কিভাবে জানি বার্ষিক পরীক্ষায় ঠিক ই উৎরে যেমান ফাস্ট হয়ে যাই,তবে এই ক্লাসে আমি যা করেছি ,আর কোনো বার ই যে শয়তানি করতে পেরেছিলাম বলে আমার আম্মুর মনে পড়ে না,(উল্লেখ্য কিছু কিছু অংশ আমি আম্মুর থেকে জিজ্ঞেস করে নেই)
অবলীলায় ক্লাস পালানো:- ক্লাস ফোর নতুন ক্লাস ,কিন্তু স্কুল তো সেই পুরোনো ,স্যার দের ভয় পাওইয়া চলে গিয়েছিলো। তাই স্কুল এ এসেই আমার এক বন্ধু কামরান এর সাথে ইয়ে করার নাম নিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতাম







লুল স্যার এবং আমার সলিউশন : আমি ক্লাস এ ছিলাম সবচেয়ে বেশি দুষ্ট,কিন্তু আমার বিখ্যাত কর্মকান্ড গুলো ধুলোয় লুটিপুটী খেলাতে এলেন আমাদের বিজ্ঞান স্যার








এই প্লে বয় এর কল্যানেই কি জানি জানি না এর পর থেকে ক্লাসের মেয়েরা স্যার এর হাত থেকে রক্ষা পেয়েছিলো
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩