'৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩’ সিলেট অঞ্চলের প্রতিযোগিতার তারিখ পুনঃ নির্ধারিত হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ রোজ শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আজ বুধবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য সচিব ও শাবিপ্রবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান। উল্লেখ্য প্রতিযোগিতাটি গত বছর ০৬ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় তা স্থগিত করে আয়োজক কমিটি। এর আগে মঙ্গলবার নতুন তারিখ ১৪ ফেব্রুয়ারি এ ঠিক করা হলেও বুধবার নতুন করে ২৮ ফেব্রুয়ারি তা ঠিক করা হয়েছে।
এদিকে প্রতিযোগিতায় পূর্বে রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের পুনরায় রেজিস্ট্রেশনের কোন প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশনের দায়িত্বে নিয়োজিত শাবিপ্রবি গণিত সমিতির আইটি উইং। এক্ষেত্রে তাদেরকে মোবাইল বা ই-মেইলের মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। এজন্য http://www.sustmatharena.com ওয়েবসাইটের ‘রেজিস্ট্রেশন’ ট্যাব ব্যবহার করতে হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ পর্যন্ত এ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। শাবিপ্রবি গণিত সমিতির পক্ষ থেকে সর্বশেষ আপডেটের জন্য নিয়মিতভাবে http://www.sustmatharena.com ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।
প্রতিযোগিতার সেরা দশ প্রতিযোগী ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এ অনুষ্ঠেয় ‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩’ এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগীদের অবশ্যই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলাসমূহে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভূক্ত কলেজসমূহের বিজ্ঞান ও প্রকৌশল সংশ্লিষ্ট বিভাগসমূহের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী হতে হবে।
বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতার আয়োজনে রয়েছে শাবিপ্রবির গণিত বিভাগ।
http://sustnews24.com/news/4256
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭