এক চুমুকেই শুষে নিয়েছিলাম পেয়ালার সব টুকু পানীয়
আকাশের মত গাড় নীল কাচের পেয়ালায় নিজের প্রতিচ্ছবি পরেছিল ,
মনে হয়েছিল আমি এক শুভ্র গাংচিল ............
সমুদ্রের ঢেউ ছুঁয়ে ছুঁয়ে উড়ে চলেছি এক অজানার পথে ...
যেখানে নির্ঘুম রাত্রির ক্লান্তি নেই ,
নেই মুখোশ ঘেরা মানুষগুলোর সুখ সুখ হাসির বিশ্রী শব্দ .........
যেখানে খুঁচিয়ে খুঁচিয়ে কেউ মনে করিয়ে দেয় না -
" তুমি জীবন্ত মানুষের খোলসে মোড়া এক অতৃপ্ত আত্না , তোমার মুক্তি নেই মৃত্যতেও "
তাই তো পেরেছিলাম এমন পরিতৃপ্তির হাসি দিয়ে গভীর ঘুমে হারিয়ে যেতে ....।.।।
আমি যে জানতাম ,
তোমার খেয়ালিপনা শেষে চাইলেও আর তুমি আমায় ফেরাতে পারবে না ......
ইচ্ছেখুশিতে বারবার আমার স্বপ্ন ভেঙ্গে দেবার যে খেলা তোমার
শেষ হতে যাচ্ছে চিরতরে ...
ক্ষমা করে দিও আমায়
পাখির মত ডানা মেলে নীল দিগন্ত ছোঁয়ার ইচ্ছে টা যে আমার বহুদিনের
তাই ইচ্ছে পুরনের সুখ ছোঁয়ায় আজ আমি তৃপ্ত ......
মুক্ত ,
উড়ন্ত এক গাংচিল .।.।.।
ধন্যবাদ তোমায় ,
ভালো থেকো
বি:দ্র:--- ইহা একটি খৈ ভাজা প্রজেক্ট,,, কবিতা ভাবিয়া কেহ ভুল করিলে লেখক দায়ী নহে
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫২