এ গল্প সকালের সোনা রদ্দুর পেরিয়ে এক নিশ্চুপ বিকেলের
গোধূলি আলোয় মুখোমুখি হবার.........
এ গল্প স্পর্শহীন ছুঁয়ে থাকা হৃদয়ের
বিনা সুতোয় বাধা অটুট বন্ধনের ...............
এ গল্প চোখের পাতায় ঘুমহীন অজস্র রাত কল্পনার
সুখ সুখ দুঃখের লবনাক্ত ঝর্না ধারার .........
এ যেন মায়ার সাগরে ডুব সাতার ...।।
এ গল্প ব্যস্ততা ভুলে পাশাপাশি দুজনের উদ্দেশ্যহীন হেঁটে চলার .........
গল্প ভুলে ,
লেখা না লেখায় তোমায় সঙ্গী করে নিরুদ্দেশ হবার .।.।.।
এ গল্প ভালোবাসার ..................
তোমার আমার .......প্রাপ্তি অপ্রাপ্তির ক্লান্তিতে আত্নসমর্পণের ।
গুন গুনিয়ে গেয়ে ওঠা ----
"কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মাপি মন..
ছোট কাগজের ভীড়ে ছাপি মন..
মনে থাকেনা যে মন খারাপ-ই মন..
দেখা না দিলে..।
কাব্যের গল্প আজকে এইখানেই শেষ , এইবার চলুন ছবির গল্পে যাই

"কফিকাপে একা ঠোঁটছোঁয়ানো দিন
চুপিচুপি কেঁদে রোদপোহানো দিন
ভালো হয় যদি সঙ্গে আনো দিন
যে কোনো রাতে!
জানি দেখা হবে-"
চকমকে মনে মোম জ্বালাতে চাই
দিনে ব্যালকনি বৃষ্টি রাতে চাই
পিছুডাকে ঘুম সাজাতে চাই
ছোট ল্যাম্পশেড অল্প আলো তার
চুল খুলে কে যে রূপ বাড়াল তার
তুমি বোঝো নাকি মন্দ ভালো তার?
যেও না ফিরে!
"মেলেছো চুল, খুলেছ ডানা
জানি আঙুল ছোঁয়ানো মানা
তবু আজি, আমি রাজী
চাপা ঠোঁটে কথা ফোটে "
" চোখ বলে না না জলে যাব না..
রাত বলে না বিফলে যাব না..
ছোট গল্পের স্টলে যাব না..
তুই না এলে.. "
"দেখা যাবে যদি জানাজানি হয়..
জোনাকীরা ভাল ঘুমপাড়ানি হয়..
তারারাও নাকি অভিমানী হয়..
দেখা না পেলে...।" বিশেষ সতর্কতা --- অভিমান থেকে ৫০০ হাত দূরে থাকুন , ইহা মানসিক ভারসাম্যের জন্য ক্ষতিকর

ঘাসবালিশেরা পাশ ফেরানো থাক..
বিছানার নিচে ঘুম পিয়ানো থাক..
মিছি মিছি কিছু মোম জ্বালানো থাক..
একা টেবিলে..
*****এবার একটা কুইজ ,
এই ছবি গুলো এই পোস্ট এ সংযুক্ত করার একটা বিশেষ কারন আছে .।.।। সেটা কি ????

নির্দেশ নামা ঃ- ছবি গুলোর গল্প কার কাছে কিভাবে ধরা দিচ্ছে জানাতে ভুল করবেন না , নইলে শাস্তির ব্যবস্থা আছে কিন্তু

কনফেশন>> মানব মন বড়ই বিচিত্র , সেই মন প্রায় ঝামেলা করে করে । নানা কারনে আউলা ঝাউলা ভাব ধরে , গহীন কুয়ায় ডুব দেয় । এই আন্ধার কুয়ায় ডুব দেওয়ার সুন্দর সুন্দর নাম আছে , কবি সাহিত্যক রা আবার সেইটারে নানা রঙ এ রাঙাইয়া ম্যালা সাহিত্য রচনা করিয়া থাকেন ।তাহা পড়িয়া আমরা মুগ্ধ হই , চলে আলোচনা সমালোচনা । এক কুয়া থেকে উঠিয়া আরেক কুয়ায় দৌড় ঝাপ .।। মাথা নষ্ট জীবন অতিষ্ঠ !!!
যাগ্যে সেই বিশ্লেষণে যাইতাম না আর (কাব্যিক ধোলাই খাওয়ার খুনু ইচ্ছা নাই









বারবার এক বিষয় নিয়ে প্রশ্ন , উত্তর দাতা উত্তর দিতে ইচ্ছুক নয় জানিয়া বুঝিয়াও ঘ্যানঘ্যান প্যানপ্যান !! (ইহা মোটেই আমি নই




ডিসিশন নিলাম নো মোর কুয়ায় বাস , যে যেভাবেই ছুড়ে ফেলুক , আমি সাথে সাথেই লম্ফ দিয়ে আকাশে


&
*************মোড়াল অব দ্যা স্টোরি ঃ আপনার সন্তান ই আপনার জীবনের সব চাইতে বড় পাওয়া , বড় শক্তি । যখন আপনি " মা " তখন পৃথিবীর সকল শব্দ , শক্তি আপনার কাছে তুচ্ছ । নিজেকে সন্তানের সর্বোত্তম নিরাপদ আশ্রয় স্থল হিসেবে গড়ে তুলন । আপনার শারীরিক , মানসিক অবস্থার প্রতিফলন টা অনিবার্য ভাবে প্রথমেই আপনার সন্তানের উপর গিয়েই পরে। জীবনে নানা মুখি জটিলতা টানাপড়েন থাকবেই তাই বলে নিজের দায়িত্ব , মাতৃত্ব ভুলে যাবেন না । এইখানেই পৃথিবীর জন্ম , এইখানেই শেষ । সন্তানের হাসিমুখে নিজের প্রতিবিম্ব দেখুন , শান্তির প্রতিচ্ছায়া আপনাকে অনুসরণ করবেই । কোন হতাশা আপনাকে স্পর্শ করবেনা ।
প্রত্যাশাকে বাক্সবন্দি করে হাসতে শিখুন । বিনিময়ে হাসিই পাবেন কথা দিচ্ছি

নিজে ভালো না থেকে কখনোই অন্যকে ভালো রাখা যায় না .।
ভালো থাকুন , সব্বাইকে ভালো রাখুন ।
$$$$$ উপরের কথা গুলো বাবাদের জন্য ও প্রযোজ্য $$$$$$
@@@@ বকশিস ~~~~~~~~~~~~~

ওয়াদা জো কিয়া ও নিভানা প্যারেগা রোকে যামানা চাহে রোকে খোদা ই তুম কো আনা পরেগা .........। ( যদিও মনুষ্য জাতি ওয়াদা করেই ভাঙ্গার জন্য

সবাই কে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা , আমরা যেন আমাদের স্বাধীনতা রক্ষা করেই চলি , স্বেচ্ছাচারিতা নয় .।.।.।.।.।.।.।।
{অনুরোধ : ছবি এই নাদান ফটোগ্রাফার এর সমালোচনায় না নিলে আনন্দিত থাকিব ,কথায় বলে শখের দাম লাখ টাকা এখন অবশ্য কোটি তে হিসাব বাঞ্চনীয় ।

বানান ভুল ক্ষমা যোগ্য অপ্ররাধ ভাবিয়া শুধরে দিলে বাধিত থাকিবো । ধন্যবাদ । }