দুঃখবিলাস " শব্দের সঠিক মানে কি জানা নেই !! তবে সময় স্রোতের এই কূলে এসে মনে হয় , যে কোন কিছু নিয়ে দুঃখ করাটাই বোধয় আমার/আমাদের জন্য এক ধরনের বিলাসিতা ...... আর না হয় খুব বেশি স্বার্থপরতা , যাদের চোখে নিজের সীমানার অপূর্ণতা , অপ্রাপ্তি ছারা অন্য কিছুই ধরা দেয় না , নিজের পাওয়া না পাওয়ার হিসেব কষতেই জাদের ব্যস্ত সময় যায় ।
প্রতিনিয়ত কত কিছু নিয়েই না আমরা মানুষ দুঃখ নামক গভীর সাগরে ডুবে যাই ......টিভি রিমোট নেড়েচেড়ে বিনোদনের কিছু না পেলেই বলে বসি , লিখে দেই ফেসবুক স্ট্যাটাস "i'm bored !! " নয়তো ক'লাইন দুখের কবিতা ... রঙচঙা বিজ্ঞাপন দেখে হায়হুতাশ করি ... বাজারে লেটেস্ট কি চলছে ,সেটা নিজের নেই বলে নানা অভিযোগে সম্পর্কের মধুরতা ভুলে গায়ে জড়াই ক্যাকটাসের চাদর .."Highly Educated " নামক হাল ফ্যাশনের প্রতিযোগিতায় সন্তানের মগজে ঢুকাই বিষ বাষ্প !! কোথাও একটু কমতি হলে বাবা-মায়ের দুঃখের সীমা নেই !! আমার সন্তান কে এটা দিতে পারছি না , ওটা দিতে পারছি না !! আবার সেই সন্তানেরাই গাড়ি হাঁকিয়ে কোন তরুণীকে মুগ্ধ না করতে পারলে ভেসে যায় দুঃখের সাগরে , হতাশা দূর করতে সহচারীদের নিয়ে উড়তে চায় নেশার রাজ্যে !!! সুখ খুঁজে ফেরে পানির পেয়ালায় বা লাল সাদা ছোট ছোট দানা পুড়িয়ায় !!
এই মুহূর্তে কিছু লাইন মনে পড়ছে ----
Tonight I can write the sadd est lines.
Write, for example,'The night is shattered
and the blue stars shiver in the distance.'
The night wind revolves in the sky and sings.
Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.
Through nights like this one I held her in my arms
I kissed her again and again under the endless sky.
She loved me sometimes, and I loved her too.
How could one not have loved her great still eyes.
Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her......
কোন এক তারা ভরা রাতে প্রিয়ার বিরহে কাতর হয়ে কবি লিখেতে চেয়েছেন দুখের কবিতা ,
... আমি আজ রাতে সবচে’ দুখের কবিতা লিখতে পারি , সে আর আমার নেই, আমি তাকে হারিয়েছি – এটা ভেবে ...। বাস্তবতার এই যুগে এসে যখন খবরের পাতায় হাজার লাখ মানুষের চিরতরে হারিে যাবার গল্প লেখা হয় !!! শত মানুষের লাশের ভিরে ছোট্ট এক শিশুর কান্নার আওয়াজ শোনা যায় !! হয়তো খুব কাছেই রয়ছে প্রিয় মা ,বাবা , ভাই বোন , ... সাম্রাজ্যের দাবানলে ছিন্ন ভিন্ন রক্তাত্ত হউয়া মায়ের মুখ সে চিনতে পারছে না ...খুলি বিহীন বাবার হাত টি সে ধরতে পারছে না !! জানিনা সেই শিশু টি তখন ঠিক কোন দুঃখে কাদে ?? নিজ পরিবার পরিজনের জন্য না পৃথিবীর নির্মমতায় !!!
ভালোবাসার সপ্ন সুখে হারিয়ে যাওয়া মানব মানবীর ভবিষ্যৎ করে একটি শিশুর আগমনি বার্তা লিখেন স্বর্গীয় দুত ,শুরু হয় জলরাশির মাঝে বিন্দু বিন্দু রক্ত কুণ্ডলী হয়ে বেরে ওঠা , পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়ে গভীর মমতায় মা তার অস্তিত্তের মাঝে লালন করে , অপেক্ষায় থাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখাবে বলে ......।। কিন্তু , হায় পৃথিবী !!! জীবন বোঝার আগেই তুমি তাকে বুঝিএ দিলে /দিচ্ছ এর করুন পরিণতি !!! যেখানে একটি শিশুর জন্ম নেওয়াটাই পৃথিবীর জন্য স্বাভাবিক হউয়ার কথা , আজ তা মিরাকল !!! চোখ খুলে মায়ের মুখের অকৃতিম আনন্দের হাসি তার আর দেখা হয় না !! কিছুটা সময় পৃথিবীর বীভৎসতা দেখে সেও অভিমান করে চলে যায় সেই অজানা স্বর্গে !!
জানতে , জানাতে , জীবন বাস্তবতা থেকে পালাতে কিংবা ব্যস্ত হতেই আমরা এই চারকোনা আজব বাক্সের সামনে বসি ......যার হয়তো একটাই উদ্দেশ্য কিছুটা সস্তি .।.।। কিন্তু তা আর কতটুকু পাই ! পাচ্ছি !!একদিক থেকে চোখ ঘুরিয়ে অন্য দিকে নেই সেদিকেও একি ছবি , প্রতিচ্ছবি !!
কোথাও দখল দারিত্তের নেশায় মাতাল পুঁজিবাদী সমাজে
রক্তাত্ত হচ্ছে হয়েই চলেছে মানুষ , মানবতা ! নিশ্চুপ এই পৃথিবীর রূপক (ক্ষনিক সময়ের ) অভিভাবকেরা ।
আবার কোথাও বা সেই পুঁজিবাদের খাতায় নাম লেখাতে , করে করে নোট গুনতে ডুবিয়ে দিচ্ছে এই মানুষ , মানবতা কেই !!
সব খানেতেই লোভ !! মানুষের লোভ , মানুষ কেই করছে হিংস্র , বোধ শূন্য !! আবার সেই মানুষ কেই করছে অসহায় , নিপীড়িত , নিগৃহীত !!
আজ যেন পুরো পৃথিবীটাই এক অশুভ শক্তির কাছে পরাধীন !! যেমন আমি পরাধীন আমার কিছু অনুভূতির কাছে !! মা ডাকের কাছে !! ভালোবাসার কাছে !!
তবে দুটোর মাঝে বিস্তর ফারাক !!
আমরা এমন এক সমাজ , যুগে জন্ম নিয়েছি যেখানে চারিদিকে রয়েছে এক অদৃশ্য শেকল !! লোহার শেকল যেথায় নস্যি !!
আছে বাজার !! বেচাকেনা !! মানুষ -মানবতা , বোধ -অনুভূতি , ভালোবাসা থেকে ঘৃনা , সকল কিছুই আজ বিক্রি যোগ্য পণ্য !!
"পুঁজিবাদ এমন একটি ব্যবস্থা যেখানে সবকিছু বিক্রি হয়। যেমন স্বাধীনতা। তোমার যত বেশি টাকা তুমি তত বেশি স্বাধীনতা কিনতে পারবে।" --- নোয়াম চয়াস্কি
এই জাহানের সৃষ্টি কর্তা বলেছেন আমাদের তিনি পরীক্ষা করতে পাঠিয়েছেন । তার ইচ্ছে ছাড়া এই পৃথিবীর একটা পাতাও নড়ে না !! আমি জানিনা তিনি আর কি কি পরীক্ষা নেবেন , ?/ কিভাবে নেবেন !!??
তবে সব কিছুর শেষ আছে হবে একদিন ,
তোমাদের প্রতিটি কাজের হিসেব নেওয়া হবে এবং তিনি আল্লাহ ও ন্যায় বিচারক ।
" নিশ্চই কষ্টের সাথেই স্বস্তি আছে , অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে ।" -- সূরা আলাম -নাশরাহ ৫.৬
***** ইমিনা এই অংশ টুকু তোমার জন্য , ছবি ব্লগ দেব বলেই বসে ছিলাম দেওয়া আর হোল না । ইচ্ছে করছে না আর । আমার আঁকা হাজিবাজি ছবি গুলো শুধু মাত্র মজা করতে , মজা করেই পোস্ট করতে চেয়েছিলাম । তোমাদের সবার সাথে মজা করে কিছুটা সময় কাটাতে । কথা রাখতে এই একটি ছবি দিচ্ছি
এই গোধূলি লগন
অথবা,
বিমূর্ত সেই অপেক্ষা
"সারি সারি লাশের স্তুপ দেখা এ চোখ
সৌন্দর্য্য খোঁজে না আজ।
আজ তাই -
শুভ্র কাপড়ে মোড়া শূন্যতার বিস্তৃত আনাগোনা।
পশ্চাৎ পতনে অস্থির চাহনীর দৃষ্টির তীক্ষতায়
অনুপস্থিত কল্পিত সুখের স্বপ্নকথা।
হারানো যন্ত্রনার নোনাজলে সিক্ত আমার চোখ
সৌন্দর্য্য খোঁজে না আজ।
আজ তাই -
অসহায় আত্নসমর্পিত রুদ্ধ দ্বারের নিষ্ঠুর আলিঙ্গন।
বেঁচে থাকার পরিহাসটুকুর ব্যথিত স্রোতের
বয়ে চলা অবারিত অচলাঙ্গন।
দীর্ঘ বিষন্নতায় বয়ে চলা ক্লান্ত এ মন
তোমার তুমি কে খোঁজে না আজ।
আজ তাই -
বাস্তবতার বেড়াজালে বেঁচে থাকাটা ই আর্তি" । -- ইমিনা