ক ~
বেচাকেনার এই হাটবাজারে উচ্ছিষ্ট সেই একমুঠো ভালোবাসা
আফসোস করে মরে ,
একটি বিষক্রিয়াই না হয় বইত তার শরীরে !!
সতেজতায় পেত ..... দুপশলা বৃষ্টি ভেজা একটি রাত !!
খ ~
সহজ কথাগুলো যায়না বলা সহজে
চোরকাঁটা হয়েই বিধে থাকে হৃদয়ে . .
কঠিন বড্ড বেশি অবাধ্য হয়
খুব সহজেই ঝোরে যায় অধরের ফাঁক গলে
গ~
আজ সপ্নেরা বিক্রি হয় , রুপকথার গল্প হয়
আজ ভালোবাসা মায়া নয়, নেশাতুর দৃষ্টি হয়
আজ গানেরা শুধুই কথা হয়
অথবা কথা হীন সুর হয়
আজ আমরা আমি তুমি তে নয়
তুমি হীন আমি হয়
ঘ~
যখন আকাশ হয় আকুল ,
থাকতে কিছুটা সময় নিজেতে ব্যকুল
মেঘ এসে মিলিয়ে দেয় তোমার ছায়াতে থাকা সে ক্ষন
সূর্যের এ কেমন অভিমান ???
ঙ~
ঐ চোখেতে কিছু একটা ছিল ,
আমি দেখেছিলাম নিশ্চিত .......।
কিন্তু সেই দৃষ্টির ব্যপ্তিতে যতগুলো নিঃশ্বাস আমি নিয়েছি ,
আমায় বলছিল "তুমি পথিক ,পথেই তোমার লক্ষ..... মায়া -মরিচিকা তে নয় "
এই শাসন রাজত্য আমার নয় ,স্বৈরাচারী নিঃশ্বাসের !!
চ~
বস্তুটি ঘুরছে ...
এপিঠ ওপিঠ করে
এক্কা ...দোক্কা ...ছক্কায় ...
উৎকণ্ঠায় চার জোড়া চোখ ...,
একটি সংখ্যায় স্থির হতেই বুঝে গেলাম জীবনটা সাপলুডু !
৬ নয় , ১ টাই যে ছিল প্রত্যাশিত .........।।
ছ~
হৃদয়ের শুন্যতায় অচিন পাখির আর্তনাদ....
আমার রুক্ষ দেয়াল ছুঁয়ে প্রতিধ্বনিত হয়
জোছনা নেশায় মাতাল তুমি জানলে না
জোনাক হয়েই পাশে ছিলাম এই আমি .।।।
গোধূলি লগনে রূপবতী পদ্মার বুকে ----------------