ঘূণপোকারা ঘিরে আছে ...
একটি দুটি অথবা রাশি রাশি
আমার চোখ ওদের দেখে না
ওরা দেখছে আমায় ......
কি অসহ্য এই অপারগতাগুলো !!!
মস্তিস্কের সেলগুলো ব্যস্ত ওদের উপস্থিতির সংখ্যা নির্ণয়ে
আমি নির্বাক,
কোন সংখ্যাতেই আমার আগ্রহ নেই
আমার অস্তিত্ব যে বন্দী ......
গুটিকয়েক ঘূণপোকার কাছে ,
হয়তো সহস্র ...!
কি'বা আসে যায় তাতে !?
নিদ্রাহীন চোখে আকাশ দেখি ...স্বপ্নাতুর মেঘের ভেসে চলা
ছন্নছাড়া মেঘগুলোকে কেটেকুটে নতুন গল্প সাজাই
সৃষ্টিসুখে গর্বিত হই ...।
কিছুটা সময় স্বপ্নিল আকাশে মেঘের রাজত্ব!!
উড়তে থাকা শৃগাল শকুনেরা বাহবা দেয় ...
মিথ্যের বেসাতি আর কতক্ষণ !! ??
একটু একটু করে মেঘেরা ভারি হয় ...
অভিমানে অভিমানে বিভাজিত হয় ক্ষুদ্র ফোঁটায়
উত্তপ্ত বালুতে জীবনের খোঁজে লুটিয়ে পরে........
এখানেই হয়তো গল্পটা শেষ হতে পারত ...হয় না !!
আবার সেই অসহ্য গুঞ্জন ... !!!
ঘূণপোকারা সেচ দিচ্ছে. . .
সেচ দিচ্ছে আমার অনুরবর মস্তিস্কে ...
ক্লান্তিহীন ............
কি চাই ওদের ...?
নেই ,
......নেই
.........কিচ্ছু নেই
আজ সব অতীত.........
মৃত ,
আমি অথবা আমার যা ছিল ......
যে চোখে পৃথিবী ছিল ...আজ তা নিউক্লিয়ার বিধ্বস্ত
নীল আকাশ ,সবুজ প্রান্তর.. .
সেসব আজ প্রাচীন রুপকথা ।
যে ঠোঁটে হাসির রিনিঝিনি ছিল ,
কামনার আঘাতে আজ তা শুধুই মৃতদেহ গ্রাসের নিমন্ত্রণ ধ্বনি.,.
আজ শকুনের মহা উৎসব ..........
একটু ক্লান্তি চাই ,
একটু ঘুম ...
স্বপ্নময় ঘুম ...।
তোমাদের শ্বাসপ্রশ্বাসের কোলাহল থেকে চাই একটু নির্জনতা ...
খুব বেশি ভারি , উত্তপ্ত তোমাদের নিঃশ্বাস গুলো
ওখানে স্বস্তির গন্ধ নেই ...নেই সুখ নিদ্রার অনুভব
আমি একটু স্বাধীনতা চাই ...
একটু নির্জনতা .........।
তাই আজ তোমায় নিমন্ত্রন > >>>
{ মাঝে মাঝে কিছু সময় , কিছু কথা অহেতুক মাথায় ঘুরপাক খায় ...অতি ব্যস্ততায় ও দেয়না নিস্তার ...... সেই অবাধ্য সৃতিকথা গুলোকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলার ব্যর্থ প্রয়াস ----- আউলা কথন }
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৪