শৈশবে পড়ালেখার হাতে খড়ি হয় আদর্শলিপি নামক বইয়ের মাধ্যমে (এই বই মনে হয় এখন কার শিক্ষার্থীরা চেনেইনা ) আদর্শলিপি বর্নমালা র সাথে সাথে আমাদের নানা নীতিকথা শেখাত । চার পাঁচ বছরের একটা শিশুর জন্য তা বোঝা সম্ভব না । আমার সেই সময়ের শিক্ষক ছিলেন আমার ছোট চাচা । মনে আছে তিনি আমাকে যথেষ্ট আদর করতেন এবং অনেক ধৈর্য্য নিয়েই অ আ ক খ শেখাতেন । আর সবচেয়ে বেশি ঝামেলা পোহাতেন এই নীতিকথা শেখাতে গিয়ে কারন মানুষ ছোট হলেও সবার সব কথার নাড়ি নক্ষত্রের মানে জানা আমার চাই ই চাই । তাইযখন আমাকে পড়ে শুনাতেন ,
।"পাপকে ঘৃণা কর পাপীকে নয় "
"।অন্যায় যে করে আর অন্যায় যে সহে
।তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে "
-- এরকম আদর্শ বাণীর কিছুই আমার ক্ষুদ্র মস্তিষ্কে ঢুকত না , নানা রকম প্রশ্ন ছুড়ে চাচা কে জর্জরিত করতাম ।
পাপ কি? ঘৃণা কি? কিভাবে করে? পাপী কে? , ইত্যাদি ইত্যাদি
।মানুষ কি? আমরা কেন মানুষ এই জাতিয় প্রশ্নও করেছি ।
এমন প্রশ্নে যে কেউ রেগে যাবে , যেতেও কিন্তু আমার চাচা রাগতেন না ।
আমাকে সুন্দর করে বোঝাতে চেস্টা করতেন না পেড়ে বলতেন অকে এতকিছুর মানে তোমার না জানলেও চলবে শুধু এই কথা গুলো মুখস্থ করে যাও যেন অন্য যেকোন কিছু মনে হউয়ার আগে এই কথাগুলো মনে আসে , সারাজীবন মনে থাকে । সময়ের সাথে সাথে যখন বড় হবে একটু একটু করে সব বুঝে যাবে । হ্যা আজ আমি এই সব শব্দের মানে জানি , হয়তো নিজের মতো করে বুঝিও কিন্তু মেলাতে পারিনা অনেক কিছুই! !
। আমি শিখেছি কাউকে ঘৃণা করতে নেই , বুঝতে চেষ্টা করতে হয় । জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই চেষ্টা করেও চলেছি ।
কিন্তু এখন হাজার চেষ্টা করেও কিছু কিছু মানুষকে ঘৃণা না করে পারিনা
,আবার নিজের প্রতিও ঘৃণা জন্মে কখনো কখনো । সৃষ্টির সেরা , আশরাফুল মাখলুকাত হয়েই নিজেকে ক্ষুদ্র মনে হয় , হিপোক্রেট শব্দ মাথায় ঘুড়ে
ব্লগ অপেন করে বিডিআর বিদ্রোহের অনেক ব্লগ দেখছি , তাতে সত্য মিথ্যা , যুক্তিক অযুক্তিক অনেক মন্তব্য , সহানুভূতি !!
ভাবছিলাম. কি হয় এসব করে বা হচ্ছে !!?? ।নতুন নতুন আলোচনার খোরাক যে জন্ম নিচ্ছে প্রতিদিন !! আমরা কেউ ই কিছু করতে পারছি না , এমনকি সত্য জেনে বুঝেও সরাসরি বলতে পারিনা ।
এতো কথা লেখার একটাই উদ্দেশ্য নিচের লিংক গুলো শেয়ার করা ,
http://bdrmutiny.com/
পিলখানা হত্যাকাণ্ড , বিদ্রোহ না অন্যকিছু !!!???
গোপন অধ্যায়
ছবি কথা বলে , , , , ,
কেউ আমাকে প্রমান করে দিক এইসব , সবই মিথ্যা । আমি শান্তি পাবো
।জীবন মৃত্যু আল্লাহ্ হাতে , পূর্ব নির্ধারিত ।
যার যার কর্মের ফল তাকে পেতেই হবে ,
আমি বিশ্বাস করি
কিন্তু !!! ????
এই কিন্তুর উত্তর আমাকে কে দেবে? ??
আল্লাহ্ আমাদের সহায় হউন.
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৬