~*~ Ƹ̴Ӂ̴Ʒ ~*~
আজ আমি দেশান্তরী হবো
ইট কাঠের জরাজীর্ণতা ভুলে
লোকারণ্য ছেড়ে আমাতে হাড়াবো
আজ পৃথিবীর সমস্তটুকু রঙ ললাটে রাঙাবো
আজ আমি দিগন্তে নীলাকাশ ছোঁব
আজ আমি রূপে অপরূপ হবো
মেঘবালিকা তোমায় নিমন্ত্রণ
মডেল - মেঘবালিকা
~*~ Ƹ̴Ӂ̴Ʒ
~*~
প্রতিটি সূর্য দিনে..........
আমি তোমায় দেখি অপার স্নিগ্ধতায়
আমি ভুলে যাই আমায় ..........
বিলীন হয়ে তোমার শুভ্রতায় !!!
মডেল - পিপীলিকা
Ƹ̴Ӂ̴Ʒ ~*~
অপরূপা তুমি .......
তোমারি মাঝে রয়েছে প্রাণ
তোমারি সুধা করেছি পান
তোমারি রূপে আমি অম্লান .
মডেল - ধুসর প্রজাপতি
Ƹ̴Ӂ̴Ʒ ~*~
রূপ যে তোমার ঊপচে পড়ে
ক্ষুদ্র প্রণয়ে মন যে দোলে
বন্য তুমি ,মালী আমি
তোমার ভালোবাসাতেই বসত করি
মডেল - বন্য ফুল ও নাম না জানা ক্ষুদ্র পোকা
Ƹ̴Ӂ̴Ʒ
~*~
আত্মভোলা বসন্ত ক্ষণে
কৃষ্ণ আমি মত্ত প্রেমে ...
রূপ নেশায় তোমার সনে
প্রেমেরও অমৃতস্নানে......।।
মডেল- কালো ভোমড়া
Ƹ̴Ӂ̴Ʒ
~*~
বাঊলের বেসে দিবানিশি
সবুজের মাঝে জীবন খুঁজি .......
চকিত হৃদয় ,বিস্মিত প্রাণ
ক্লান্তিহারা অরণ্য ক্রন্দন......
নিজ রূপ ভুলি উন্মাদনায়
মর্ত ছেড়ে স্বর্গে প্রয়াণ ............।।
মডেল- সুন্দর পোকা

কোন এক অদ্ভুত কারণে এই পোকাটা অনেকটা সময় আমার পাশে পাশে ছিল !! আমি যেদিকেই যাচ্ছিলাম সেও তার আশপাশের পাতায় ফুলে বসছিল

Ƹ̴Ӂ̴Ʒ
~*~
ফুলের বনে ভ্রমর যেমন গুনগুনিয়ে যায়
আমার মনে তুমি তেমন .....।.।.।.।.।
আর বলা যাবে না



মডেল- মধু লোভী ভ্রমর
Ƹ̴Ӂ̴Ʒ
~*~ মাছি তুই বড় সর্বনাশী
দুর্বলতার সুযোগ নিয়ে করিস মৃত্যুমুখি

মডেল- মাছি
*** ইহা হইতে সাবধান । শত্রু শত্রুই তা সে যত ছোট ই হোক !!
Ƹ̴Ӂ̴Ʒ
~*~
তোমার জন্য দেব চন্দ্র সূর্য আনি
তোমারে সাজাবো নীলকমল তুলি
তোমার জন্য দেব নীহারিকা পার ...
তোমার কোলেতেই সুখনিদ্রা আমার ..................।
এই আমি তোমার বা তুমি আমার
দুজন দুজনার......।।

মডেল -কচ্ছপ কপোত কপোতী

Ƹ̴Ӂ̴Ʒ
~*~একটা গান মনে আশ্ছিল ইহাকে দেখিয়া ** সে যে কেন এলো না ,কিছু ভালো লাগে না ।।এবার আসুক তারে আমি মজা দেখাব

মডেল--একাকী ব্যাঙ
বেচারা ব্যাঙ অনেক ক্ষণ অপেক্ষা করিয়া দুঃখে .।.।।।
গেয়ে ওঠে ~~~~ আমি যদি ডুইবা মরি .
কলঙ্ক রবে জলে .।।।

*** উপলব্ধি --- উভচর প্রাণী হউয়ার বিশেষ সুবিধা আছে

ইহারাও ঝগড়া করিয়া যখন তখন জলে ঝাঁপ দেয় । আহা কি জীবন !!
দীর্ঘশ্বাস ফেলিবার তরে বিশ্রাম প্রয়োজন

Ƹ̴Ӂ̴Ʒ
~*~
''তোমায় পেলে আর কিছু চাইনা আমার "
"তোমায় নিয়ে বাঁচবো চিরটা কাল"
'তুমিই আমার সব সুখ , প্রাণ "
এমন শত গুঞ্জনে শুরু ভালোবাসার গল্প
প্রাগৈতিহাসিক গল্প...
আবেগ মায়ায় বোনা ঐশ্বর্যস্বপন
অনুভূতির পর অনুভূতির বপন ......
অনুভবে অনুভবে সেচ !!
ভালোবাসা চিরন্তন
ভালোবাসা সত্য ,উদীপ্ত......... ।।
তবুও আহত হয় গল্পের অনুভূতি !
ক্ষতবিক্ষত হয় অনুভব !!
নিঃসঙ্গতার পক্ষাঘাতে উড়তে ভুলে যায় প্রজাপতি !!!
আছড়ে পরে ধূলিমাখা নুড়ি পথে !!!!
সমাপ্তি কি ভালোবাসা প্রাপ্তিতে নয় ............
বিসর্জনে .......!!!!
মডেল -- আহত প্রজাপতি
কথায় বলে কারও পৌষ মাষ কারও সর্বনাশ !
এই ছবির ব্যাপার টা তাই । ছবি গুলো নিয়েছিলাম ওহাইওর বাটার ফ্লাই পার্কে ।কিন্তু আমি যখন গিয়েছি তখন শীতের শুরু তাই সব প্রজাপতি গুলোকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েগেছে







বিদায় .....................
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬