শিরোণামহীন জন্ম কিনবা মৃত্যু
সবই স্বেচ্ছায়
নয়ত কোন অপারগতায়
বলতে না পারা
মেনে নিতে পারার
দুর্বিষহ যন্ত্রনায়
ইচ্ছে মৃত্যু
অনেক দিনের চেনা বোধ বিবেক সম্পন্ন মানুষ গুলকে অচেনা মনে হয় , মেলাতে পারিনা প্রয়োজনে
নিজের বিবেক বোধের অনুভূতির সাথে ,
নিজেকে আবিস্কার করি অনেক বিবেক বান যুক্তিক মানুষের মাঝে নিঃসঙ্গ একা , নিজেকে অথর্ব প্রতিবন্ধী মনে হয় ,
নিঃস্ব আমি বিবেক হীন ,
তোমাদের মত নই বুদ্ধিমান ,,,,, চেতনা সম্পন্ন ....। ,
শত যুক্তির ভবিষ্যৎ বানিতেও মানতে পারিনা অবুঝ অসহায় মুখ গুলোর অকালে ঝরে যাওয়া
রাবার বুলেটের ক্ষত বিক্ষত বুক
পারবো না জয়ের উল্লাস করতে....
হোবে না ,হয় না .....।
সকালে সোনা রদ্দুরে বিদায় নিয়ে আশা বাবার দগ্ধ শরীর
মায়ের বাড়ি না ফিরে আসায় সন্তানের হাহাকারে আমার তৃপ্তির ঢেকুর আসে না ......সম্ভব না
নিজের চিরাচরিত বিশ্বাস ভালোবাসায় ,,,সপ্ন রংে সাজানো সংসারের ধংসস্তুপে দাড়িয়ে মনে পড়ে মায়ের লুকানো চোখের জল , , , ,
আমি যে জানি, সব ভালোবাসার রং নীল!!
সিদুঁরের লাল দেখিয়ে তাকে রক্তাক্ত করার অধিকার কারো নেই
কোন সার্থেই নয়., , , , , ,
যুদ্ধ ইতিহাসের মহড়া দেখে সংখ্যার বিশ্লেষণ হয়নি ....
হবে না আমায় দিয়ে
দিলেই না হয় কিছু অপবাদের বিশেষণ
নিলাম মাথা পেতে
হলাম ধর্মান্ধ , মস্তিষ্ক বিহীন , নির্বোধ
তবুও দাঁড়াবো গিয়ে তাদের পাশেই
জবাব দিহিতায় থাকবে স্বচ্ছতা
হয় কালো নয় সাদা ...
এখানে অপেক্ষা নামক শব্দ ছাড়া আর কোন প্রতিউত্তর নেই
পুরোনো সুর্য নতুন রুপে উদিত হয় , অস্ত যায়
পার হয় দিন নামক একেকটা সময় , ভুলিয়ে দেয় হটাত করে জন্ম নেওয়া ক্ষোভ ।
পুনরায় শুকিয়ে যায় সহস্রাব্দ ধরে জিইয়ে রাখা ক্ষতের রক্তক্ষরণ !!
অন্যের গায়ের আবর্জনা দেখিয়ে নিজের হাতের রক্ত যে লুকনো যায় না
যায়নি ইতিহাসের কোন অধ্যায়েই , , , , ,
এ কোন কবিতা নয়
এ আমার আত্মকথন ,আক্ষেপ ., , , , আত্মার দহন., , , , , ,
প্রতিবন্ধকতার মোড়কে মোড়ানো জীবনের যন্ত্রণা! !!!
হাজার লোকের জয়ধ্বনি . , , , লাল সবুজের বৃহদাকার আমাকে মুগ্ধতা দেয় না , চাইনা এসব ম্যাকানিজম , , ,
আর নয় প্রশ্ন., , , , ,অপেক্ষা
চাই মুক্তি ,
চাই শান্তি
মায়ের মুখের হাসি !!