The sky is always changing -
Can't it settle down?
Shades of blue, then reddy hue,
Puffs of grey and white;
And then it's bloody night!
At least I see a smattering
Of twinkly little things,
A silver globe occasionally
Which admittedly it brings
A sort of pleasant feeling,
Warming to the soul,
But overall it's so annoying -
Irritatingly droll!.............(Mark R slaughter)
i just know ,the blue sky is mine and u always touch my heart .......... some sky picture by me
আমার বড় কন্যা মুগ্ধ হয়ে সমুদ্র দেখছে !!
সাগরের সৈকতে কে যেন দুর হতে আমারে ডেকে ডেকে যায় ।
এই ছবি তুলিয়া আমি গ্রেইটটট উপাধি পেয়েছি মডেল নিজে দিয়েছে , আমার হাত বাধিয়ে রাখা উচিত বলেই তার ধারানা
( গাধা কত প্রকার কি কি !! হাত বাধায় রাখলে ছবি তুলবো কি করে ?? )
মডেল -- শাওন ( ছোট ভাই )
মুন ওয়াকিং !!! আমার ছোট কন্যার ভাষায় তার এই ছবি দেখে মনে হচ্ছে সে নিউ ইয়র্ক এ নেই চাঁদে চলে গিয়েছে
মডেল -- পার্সিয়া
নীড় ছোট ক্ষতি নেই আকাশ ত বড়, , , , এই মন বলাকা আজি চঞ্চল
মন খারাপের একেকটা দিন
নিকষ কালো মেঘলা লাগে
কেউ বোঝে না এই আমাকে
আমারও যে একলা লাগে ........।
আমার নাম না জানা এক বন্ধু পাখি , ওর মন খারাপের গল্প বলতে এসেছিলো , পারেনি বলতে
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে .,, , বন্ধু তোমার কপাল জুড়েচিন্তা লোকের ছায়া ,
( একটা ভালো ক্যামেরা নাই পাখির ছবি গুলো ভালো আসেনি , লেন্স ছাড়া এই কাজ খুবই কঠিন কবে যে একটা এস এল আর কিনবো )
আমায় ডেকো না ফেরানো যাবে না , ফেরারী পাখিরা ক
থাক দুংখ বাদ । নাই যখন , নাই
আসেন এদের সাথে পরিচয় করিয়ে দেই , আমার পরিবার
আমি , সে ও আমাদের মেয়ে পার্সিয়া
এই ছবির ফটোগ্রাফার -- মাহিদিয়া আরওয়া ( আমার বড় কন্যা )
সবাইকে ধন্যবাদ , ভালো থাকবেন সুন্দর থাকবেন
কাশফুলের শুভেচ্ছা রইল ( এখানে একে কি বলে জানিনা , এমন কালচে রং কি কাশফুলের হয় !!! ??? )
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২১