এ লেখাটিতে আমি 'আমি' শব্দটি ব্যবহার করব শুধু নিজের সুবিধের জন্য যেহেতু অনুভূতি প্রকাশে আমার সীমাবদ্ধতা চূড়ান্ত ।
গুণীজনেরা বলেন 'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়ালই রাখা বা থাকা ভাল '।
আমিও এমনই মনে করি ।
কিন্তু সব সময় এমন নাও হতে পারে ইচ্ছে বা অনিচ্ছায় । ব্লগীয় নতুনত্বের সময়টি কঠিন -যেহেতু আপনি অপরিচিত।তেমন করে
লিখে চোখে পরার সম্ভবনা অনেক কম । শুধু ঘুরে ঘুরে পড়া আর
পড়া , আপনি পড়ছেন কিন্তু আপনাকে কেউ পড়ছে না , মন্তব্য পাচ্ছেন না, এই সময়টি সব থেকে কঠিন। এমন করে করেই হঠাৎ আপনি কোন কারন ছাড়াই কারো না কারো নজরে পরে যেতে পারেন - তা হতে পারে আপনার পছন্দের বা অজানা কারও । এ ভাবে এক সময় আস্তে আস্তে আপনার একটি বন্ধু বলয় গড়ে উঠতে পারে আপনার সমমনাদের নিয়ে ।
যেখানে আপনি অনেক অনেক শিখতে পারেন , যা এখানে না এলে শেখা হত না জানা হত না আপনার বা আমার । কাটাতে পারেন অনেক আনন্দঘন সময় শেখার আনন্দে ।
বিস্তার......
ব্লগীয় সম্পর্ক জোরদার হলে তা ফেসবুক , ই মেইল এবং ফোন পর্যন্ত গড়াতে পারে । সেখান থেকে ইচ্ছে বা অনিচ্ছায় দেখা হয়ে যেতে পারে আপনার প্রিয় ব্লগারদের সাথে , যদিও এ অবস্থাটি স্পর্শকাতর , দেখা হওয়ার পর ব্লগীয় সম্পর্কটি আরও ভাল বা খারাপ হয়ে যেতে পারে , এমন হতে পারে -আপনি যেমন ভেবেছিলেন আপনার ব্লগীয় বন্ধুরা তেমন না বা তার চেয়ে অনেক ভাল । ভাল বোধ করা বন্ধুদের আপনি আরও ভাল বন্ধু হিসেবে পেতে পারেন ।
কিছু ব্যতিক্রম ও আপনি লক্ষ্য করতে পারেন ...।
আপনি ই-মেইল , ফেস বুক বা ফোনে কোন ভাবেই আপনার কোন কোন প্রিয় ব্লগারদের সাথে কোন ধরনের যোগাযোগে সক্ষম না ও হতে পারেন ব্লগীয় সুসম্পর্কটি পুরোপুরি বিদ্যমান থাকা সত্ত্বেও ।
আবার হঠাৎ করে অনেক দিনের ব্লগিয় বন্ধুরা জানা বা অজানা কারনে হারিয়ে যেতে পারে । যদি আপনি সঠিক মনোযোগী ও স্থির চিত্তের হন তাহলে যাদের হারাচ্ছেন বা নূতন করে পাচ্ছেন তা আপনি আগেই থেকেই বুঝতে পারবেন । এটি ব্লগীয় সম্পর্কের অত্যন্ত স্বাভাবিক দিক । এখানে চিরকালীন বন্ধুত্ব বলে কিছু নেই ।
আবার এর মাঝেও আপনি সত্যি সত্যি বন্ধুদের খুঁজে পেতে পারেন ।
আবার অনেক মুল্যবান শিক্ষাও পেতে পারেন , যে শিক্ষা আপনার
জন্য অনেক প্রয়োজনীয় ।
অনেক কথা হল .........
আসুন এবার কল্পনার রঙিন ফানুস ওড়াই এবারে ।
'আমার' অনেক অনেক পছন্দের ব্লগার - যার ব্লগে কখনও মন্তব্য করা হয়নি এবং আমার ব্লগেও যে কখন মন্তব্য করেনি , বেশি পছন্দের এক পর্যায়ে অনেক কাঠখড় পুড়িয়ে ফোন নম্বর পেয়ে - দিলাম ফোন , পেলাম এবং একটু কথা বলে নিশ্চিত হলাম যাকে খুঁজছি সে সে । এরপর আমার শর্ত - আমার নাম জিজ্ঞেস করা যাবে না - এ ফোন নম্বরটিও আমার না ( অচেনা জায়গার অচেনা দোকান থেকে করা ) তাই আর কখনও কথাও হবে না -
এমন অদ্ভুত শর্তেই কথা হল অনেক্ষণ - সামান্য ক্ষন ..............
আমি এবার সিন্ডিকেটের আওতায় ।
গুণীজনের কোন গুণপনা ই নেই আমার তা বুঝতে পারি , তাই
'ভার্চুয়াল সম্পর্ক ভার্চুয়াল ই রাখা বা থাকা ভাল ' এই আপ্ত বাক্যটি
আমার জন্য অধরাই হয়ে থাকল ।
অটঃ আমার এ লেখাটির অনুপ্রেরণা শাহেদ খান , পুশকিন ,দূর্জয় ও
ফারজুল । ওরা ইদানিং অনেক ভাল লিখছে ।
আমি কিন্তু নূতন কোন তথ্য দেইনি ।