উৎসর্গঃ প্রিয় ব্লগার দূর্যোধন মামাকে।
ব্লগার সেই জন
ব্লগ-সমুদ্রের বুকে যে ব্লগার করছে প্রবেশ।
ডুবুরির ও আছে প্রয়োজন
মানিক কুড়োবে বলে সমুদ্রে যে করবে প্রবেশ।
আমরাও ডুবুরি হলাম ,সমুদ্রে মনি কুড়ালাম,
যে চেনে জওহর , সেই জহুরীর ও আছে বটে দাম।
গেলাম ব্লগ জ্ঞানীর কাছে,
ব্লগ-সমুদ্রতলের যত জওহরের কথা শুধালাম,
কেননা জহুরী জানে
জওহরের পরিচয়, মূল নামধাম।
ব্লগার পেয়েছেন ভালোবাসা ব্লগের
নিজের ভিতর তিনি দেখেছেন রূপ যে ব্লগের
সর্বত্র আছেন ব্লগার,সব জায়গায়
সেই দেখে, চোখ যার আছে দেখবার।
ব্লগার যিনি ব্লগ লেখেন,
ব্লগের পাতায় ছবি আঁকেন,
ব্লগের হৃদয়ের কবিতা দেখেন।
আমিও ব্লগার! আজ,
চিনিনে ফারাক ব্লগ আর ব্লগারের,
ব্লগের আলোয়
জ্বলে শুধু অন্তরের গহীন গহ্বর।
এসো হে নবীন ব্লগারঃ
অনুসারী হও তুমি সেলিব্রেটি ব্লগারের , হও তাঁরই ছাত্র ;
হিট এই পথেই,
কেননা হিট প্রাপ্তির এই তো উপায় একমাত্র।
(ফানের চেষ্টা মাত্র)
অতিরিক্ত কথন - প্রায় হাজার বছরের পুরোন কবির
কাছে ঋন স্বীকার করছি মনেপ্রাণে।
(নাম বলা যাবে না , অসুবিধা আছে)