অনুরণন
সাইফুল ইসলাম সাঈফ
খুব দেরিতে প্রেমের অনুরণন অনুভূতি
হয়ে গেছে আমার যথেষ্ট ক্ষতি!
তোমার জন্য আমার হৃদয়ে সৃষ্টি
টান, মায়া, প্রীতি, ঝড় বৃষ্টি।
তুমি জেনেছো প্রথম মনের কথা
সানন্দে এলে না, বিরহ ব্যথা!
বলিনি, বলিনি অন্য কাউকে ব্যক্ত
একাকী কেটে গেল, ছিলাম মুক্ত।
তোমার অনাগ্রহে, হারিয়েছি আমিও আগ্রহ
ভাবনায় তুমি এখন মুহূর্ত প্রত্যহ।
ইচ্ছে তোমায় নিয়ে বাঁধবো স্বপ্নীল
পুরো হৃদয় জুড়ে কত নীল।
আমি খুঁজি তোমার মাঝে সুখ
আর তুমি খোঁজো অন্যত্র, বিমুখ।
আমার স্বপ্ন দেখে না ভোর
অন্ধকারের থাকি চিন্তায় মগ্ন, ঘোর।
হারিয়ে যাচ্ছে চিত্তের ঘ্রাণ, সজীবতা
আকাশ জুড়ে মেঘলা, অনুভব দীনতা।
তুমি করে দিতে পারো উষ্ণ
বিরত থেকেই আমি আজ অনন্য।
তুমি আমার কাঙ্ক্ষিত পছন্দের রূপ
কতবার দেখি কল্পনা করে নিশ্চুপ।
আমায় প্রতিশ্রুতি দিলে কী লোকসান?
সেভাবে ভালোবাসবো যেভাবে বাড়বে শান।
উত্তরা, ঢাকা।
১৬.০৪.২০২৫
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৯