মনে হয় নাই
সাইফুল ইসলাম সাঈফ
মনে হয় নাই এটা বিদেশ!
একবার দেশ ছেড়ে পালিয়ে
গিয়েছিলাম পশ্চিমবঙ্গে
গোপনে ভিসা ছাড়া
বিল-ঝিল, ক্ষেত পেরিয়ে ডোঙ্গায় করে
চিত হয়ে দেখছিলাম বিশাল নীল আকাশ
ভয়ে-আতঙ্কে যাচ্ছিলাম অজানায়
কাউকে চিনি না, কাউকে জানি না
দালালের সাথে সাথে…
আমার দেশের মতো সবুজ
আমার দেশের মতো ভাষা
আমার দেশের মতো আশা
আমার দেশের মতো মানুষ
আমার দেশের মতো হুশ।
থেকে ছিলাম মাত্র ১৭ দিন
কান্না করতাম মায়ে জন্য রাতদিন।
তাই ফিরে আসা
এসে সবকিছুতে নিরাশা!
উত্তরা, ঢাকা।
০১.০৯.২০২৪
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬