মনে হতো
সাইফুল ইসলাম সাঈফ
মনে হতো এই লাল গোলাপ
আমার সাথে করতে চায় আলাপ।
মনে হতো এই ফুল জুঁই
সুবাস ছড়ায় আমার জন্য নিশ্চয়ই।
মনে হতো এই অজানা ফুল
পলক দেখে করেছে আমায় ব্যাকুল।
মনে হতো দেখে খুব রজনীগন্ধা
হৃদয়ে দোলা দূর করবে সন্ধ্যা।
মনে হতো দেখে ফুল বেলি
ঘুরে ঘুরে দেখি অলি গলি।
মনে হতে দেখে ফুল বকুল
পেলে হতো, পেতাম বাঁচার কুল।
মনে হতো ময়ূর পালক ঝলক
এত সুন্দর লাগে রমণীর অলক।
মনে হতো দেখে ফুল হাসনাহেনা
পরিপাটি হই কত দেখি আয়না।
মনে হতো করে গেলো সুদিন
প্রতিটি ফুল চমৎকার ভাবি রাতদিন।
উত্তরা, ঢাকা।
০৪.০৭.২০২৪
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ৯:৩৯